× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ পেছাতে চায় বিসিবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪ ১৫:২৬ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪ ১৫:২৮ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আগেভাগে ভেন্যুতে যেতে চায় বাংলাদেশ— সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আগেভাগে ভেন্যুতে যেতে চায় বাংলাদেশ— সংগৃহীত

আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ দল। ১৯ জানুয়ারি শুরু হতে যাওয়া বিপিএলের দশম আসর শেষ হতে না হতেই শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ। এক মাস দীর্ঘ সিরিজ চলাকালীন মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগও। মে মাসে আসবে জিম্বাবুয়ে দল। দুটি টেস্ট ও পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে রোডেশিয়ানদের। তবে সিরিজের দুটি টেস্ট আপাতত পেছাতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মূলত ছোট ফরম্যাটের বিশ্বকাপে যাওয়ার আগে সাকিব-লিটনদের আরেকটু ঝালিয়ে নিতে এবং চাপ কমাতে চাইছে বিসিবি। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটি গড়ালেও তাই টেস্ট সিরিজটি কবে হবে সেটি এখনও অনিশ্চিত। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস নিশ্চিত করেছেন, বাদ নয় সিরিজটি হবে। তবে সেটি পরে।

জালাল ইউনুস বলেছেন, ‘আসলে দুটি টেস্ট বাতিল করতে যাচ্ছি না। ম্যাচ দুটো অবশ্যই খেলবো আমরা। তবে কখন খেলবো ওই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।’

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে ১ জুন শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৯ জানুয়ারি যার প্রস্তুতি শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ দিয়ে। তার পর হোম সিরিজে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে আতিথ্য দেবে বাংলাদেশ দল। দুটি সফরেই রয়েছে একাধিক টি-টোয়েন্টি ম্যাচ। 

বিসিবি চায় জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট না খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দলকে আগেভাগে যুক্তরাষ্ট্রে পাঠাতে। যাতে কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে তারা। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে ক্রিকেট খেলবে। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা