× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাইগার যুবাদের তামিমের ‘উপহার’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪ ১৭:৩১ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪ ১৭:৫১ পিএম

তামিমের এনে দেওয়া ব্যাট দিয়ে বিশ্বকাপ খেলবেন টাইগার যুবারা; ছবি: সংগৃহীত

তামিমের এনে দেওয়া ব্যাট দিয়ে বিশ্বকাপ খেলবেন টাইগার যুবারা; ছবি: সংগৃহীত

কিছুদিন আগে এশিয়া কাপে প্রথমবার শিরোপা জেতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যে কারণে আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধারের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে টাইগার যুবারা। তাই বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে তামিম ইকবালের কাছে ব্যাট চেয়েছিলেন টাইগার যুবারা। সেই চাওয়া আমলে নিয়ে মাহফুজুর রহমান রাব্বিদের ব্যাট উপহার দিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে হঠাৎ মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে হাজির হন তামিম ইকবাল। এসময় তিনি সঙ্গে একটি ক্রিকেট ব্যাটের বহর নিয়ে ছুটে যান ইনডোরের দিকে। সেখানে আবার চলছিল বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কঠোর অনুশীলন। সেখানে গিয়ে নিজেই যুবা ক্রিকেটারদের হাতে ব্যাট তুলে দেন তামিম।

বড়ভাই তামিমের কাছ থেকে ব্যাট পেয়ে উচ্ছ্বসিত টাইগার যুবারা। তাই ব্যাট হাতে পেয়েই কিছুক্ষণ পরখ করে দেখেন সবশেষ এশিয়া কাপের টুর্নামেন্টসেরা আশিকুর রহমান শিবলি। এসময় পাশেই থাকা যুব বিশ্বকাপ দলের আরও কয়েকজন সদস্য নতুন ব্যাট পেয়ে শ্যাডো করে দেখেন।

ব্যাট পেয়ে শিবলি গণমাধ্যমে বলেন, ‘তামিম ভাই আমাদের আশ্বাস দিয়েছিল ব্যাট দেবে। আজকে আমরা সেগুলো পেয়েছি। অনেক ভালো লাগছে। এশিয়া কাপের মাঝখানে কিছু কিছু ক্রিকেটার ভালো ব্যাট চাচ্ছিল। পরে হান্নান (যুব দলের নির্বাচক হান্নান সরকার) স্যারের মাধ্যমে এসেছে। ব্যাট দেখে ভালোই মনে হয়েছে।’

বিশ্বকাপের আগের তামিম নিজের অভিজ্ঞতা ও ভালো করার পরামর্শ দিয়েছেন বলে জানান শিবলি, ‘(তামিম) ভাই আমাদের অনেক মোটিভেট করেছেন। ভালো ভালো কথা বলেছেন। বিশ্বকাপে কী কী পরিস্থিতি আসতে পারে সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন। দলের সবার জন্য একই পরামর্শ দিয়েছেন। উনার ভালো-খারাপ সময়, জানিয়েছেন কীভাবে উনি কামব্যাক করেছে।’

অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচক হান্নান সরকার বলেন, ‘এশিয়া কাপের সময়ই যুব ক্রিকেটাররা ভালো মানের ব্যাট চাচ্ছিল। তখন আমি সিনিয়র কয়েকজন ক্রিকেটারের সঙ্গেও যোগাযোগ করি। একপর্যায়ে তামিম ইকবাল আমাদের ৩-৪টা ব্যাট দেওয়ার কথা জানায়। পরে আবার নিজ থেকে যোগাযোগ করে যুব বিশ্বকাপের স্কোয়াডে থাকা সবার (১৫) জন্যই ব্যাটের ব্যবস্থা করবে বলে জানায় তামিম। এখন সে ব্যাটগুলো পেয়ে স্বাভাবিকভাবেই ক্রিকেটাররা উচ্ছ্বসিত।’

এদিকে গত ওয়ানডে বিশ্বকাপে দল থেকে বাদ পড়ার পর ক্রিকেটের বাইরে রয়েছেন তামিম ইকবাল। আসন্ন বিপিএল দিয়ে আবারও বাইশগজে ফিরবেন বাঁহাতি এই ব্যাটার। তাই কিছুদিন আগে দুবাই থেকে আনা পাকিস্তানি ‘সিএ’ কোম্পানির ব্যাটগুলো সাথে নিয়েই অনুশীলন করতে মিরপুরে হাজির হন তিনি। ইনডোরে টাইগার যুবাদের হাতে ব্যাট তুলে দিয়ে তাদের কোচ ওয়াসিম জাফর-স্টুয়ার্ট ল’র সঙ্গে কিছুক্ষণ কথাও বলেন দেশসেরা এই ওপেনার।

এদিকে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে বিমান ধরার আগে আরও একদিন অনুশীলন করবে বাংলাদেশের যুবারা। এরপর বিশ্বকাপে অংশ নিতে ৭ জানুয়ারি রাতে ঢাকা ত্যাগ করবে মাহফুজুর রহমান রাব্বিরা। এরপর ১৯ জানুয়ারি পর্দা উঠবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৫তম আসরের।

টুর্নামেন্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের যুবারা খেলবেন পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে। তার দুদিন পর টাইগার যুবারা মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। গ্রুপের শেষ ম্যাচে ২৬ জানুয়ারি লড়বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। সব মিলিয়ে পাঁচটি ভেন্যুতে ১৬ দল ও ৪১ ম্যাচের এই বিশ্বকাপ আসর শেষ হবে ১১ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা