× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক গোলের শোধ ৬ গোলে নিল জুভেন্টাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪ ১৬:১০ পিএম

ইতালীয় কাপের কোয়ার্টার ফাইনালে নাপোলিকে বাদ দেওয়া ফ্রোসিনোনের বিপক্ষে খেলবে জুভেন্টাস। ছবি: টুইটার

ইতালীয় কাপের কোয়ার্টার ফাইনালে নাপোলিকে বাদ দেওয়া ফ্রোসিনোনের বিপক্ষে খেলবে জুভেন্টাস। ছবি: টুইটার

কোপা ইতালিয়ার রাউন্ড সিক্সটিনে শুক্রবার রাতে স্যালেরনিতানাকে আতিথেয়তা দেয় জুভেন্টাস। তবে ঘরের মাঠের দর্শকেরা গ্যালারিতে আড়মোড়া ভেঙে বসতে না বসতেই কেঁপে ওঠে জুভেন্টাসের জাল। এক মিনিটের মধ্যেই লিড নেয় অতিথি দলটি। ম্যাচে খুব সম্ভবত এটুকু সময় পর্যন্তই উপভোগ করতে পেরেছে ক্যাম্পানিয়ার দলটি। পরের সময়টা তাদের ওপর দিয়ে ৬ গোলের ঝর বইয়ে দিয়েছে মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা জুভেন্টাস। তাতে ৬-১ গোলে উড়ে গেছে স্যালেরনিতানা।

এই জয়ে কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে উঠেছে জুভেন্টাস। যেখানে তাদের মুখোমুখি হবে নাপোলিকে ৪-০ গোলে হারিয়ে আসা ফ্রোসিনোন। নকআউটের ওই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১২ জানুয়ারি রাতে। এছাড়া শেষ আছে ফিওরেন্তিনার বিপক্ষে মাঠে নামবে বলনা। লাজিওর প্রতিপক্ষ রোমা। এসি মিলান স্বাগতম জানাবে আটালান্টাকে।

শুক্রবার রাতের খেলায় চুকুবুইকেম ইকুয়েমেসি দলকে এগিয়ে দেওয়ার পর জুভেন্টাসের হয়ে ১১তম মিনিটে সমতা টানেন ফ্যাবিও মারেত্তি। ৩৪ মিনিটে দলকে এগিয়ে নেন ক্যাম্বিসো। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় জুভেন্টাস। 

দ্বিতীয়ার্ধে কেনান ইলদিজ এবং টিমোথি ওয়েহের দুর্দান্ত স্ট্রাইকের আগে ৫৪ মিনিটে স্কোরলাইন ৩-১ করেন ড্যানিয়েল রুগানি। ডিলান ব্রনের আত্মঘাতী গোলে শেষ পর্যন্ত ৬-১ ব্যবধানের পরাজয় দিয়ে কোপা ইতালিয়া থেকে বিদায় নেয় স্যালেরনিতানা।

ম্যাচ শেষে জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি বলেছেন, ‘এত তাড়াতাড়ি একটি গোল হজমের পর আমরা ভালোই প্রতিক্রিয়া দেখিয়েছি। আমাদের ভালো খেলেছি। তবে এখনও উন্নতি করার অনেক কিছু আছে। যদিও এই দলটি দারুণভাবেই এগিয়ে যাচ্ছে। তবে আমাদের লক্ষ্য সবসময়ই পরবর্তী চ্যাম্পিয়ন্স লিগের জন্য যোগ্যতা অর্জন করা।

এদিকে, আগামী রবিবার সিরি’আ-তে ফিলিপো ইনজাগির স্যালেরনিতানার ঘরের মাঠে আবার মুখোমুখি হবে দুই দল।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা