× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুব বিশ্বকাপে বাংলাদেশের অন্যরকম চ্যালেঞ্জ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪ ১৮:৫৮ পিএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪ ১৯:০১ পিএম

বিসিবির একাডেমি ভবনের সামনে দুই এলিট প্যানেল আম্পায়ার মুকুল-সোহেল; ছবি: সংগৃহীত

বিসিবির একাডেমি ভবনের সামনে দুই এলিট প্যানেল আম্পায়ার মুকুল-সোহেল; ছবি: সংগৃহীত

জাতীয় দলের সূচিতে কোনো খেলা নেই। তাই হোম অব ক্রিকেটেও খুব একটা ভিড় নেই। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সামনে রেখে টাইগার যুবাদের প্রস্তুতিতে সরগরম মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

এরই মাঝে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাডেমি ভবনের সামনে গণমাধ্যমের সব আলো কেড়ে নিলেন দেশের দুই এলিট প্যানেল আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল। আসন্ন যুব বিশ্বকাপে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন তারা।

যুব বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে দুজনের কণ্ঠে একই সুর, এখানে ভালো করে সামনে আরও এগিয়ে যেতে চান। তাই তো যুবাদের এই বিশ্বকাপকে নিয়েছেন চ্যালেঞ্জ হিসেবে। মুকুল বলেন, ‘আমরা দুজনই খুব রোমাঞ্চিত। এখানে আমাদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে আমাদের উন্নতিই শুধু না, বাংলাদেশের সম্মানও জড়িত। এটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। যুব বিশ্বকাপ আমাদের জন্য নতুন না। আমরা জানি যে আম্পায়ারিংয়ের সর্বোচ্চ পর্যায়ে যেতে হয় তাহলে এরকম টুর্নামেন্ট আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’

যোগ করেন, এর আগে আমরা নিজেদের প্রমাণ করার সুযোগ পাইনি। তবে নিজেদের ওপর বিশ্বাস রাখছি। কিন্তু ব্যাপারটা হলো আমাদের তো রোল মডেল তৈরি হয়নি যে নতুন আম্পায়ার উঠে আসবে। সৈকত এখন নিজেকে আরও উঁচুতে নিয়েছে। তাকে দেখে নতুন প্রজন্মও আম্পায়ারিংয়ে আসবে।’

যুব বিশ্বকাপ সামনে রেখে আগামী ৭ জানুয়ারি মুকুল-সোহেলদের ঢাকা ত্যাগের কথা রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি দুজনে এর আগে যুবাদের বিশ্বকাপে দায়িত্ব পালন ছাড়াও এশিয়া কাপে আম্পায়ারিং করেছেন। এবার পালা নিজেদের আরও শানিত করার। 

গাজী সোহেল বলেন, ‘আমরা যুব বিশ্বকাপে ভালো করতে পারলে আমাদের র‌্যাঙ্কিংও বাড়বে। বাংলাদেশের আম্পায়ারদের ভাবমূর্তিও বাড়বে। আমরা ভালো করলে আমাদের দেখে ভবিষ্যতে আরও আম্পায়ার উঠে আসবে।’

যোগ করেন, ‘করোনার আগে আমাদের সংকট ছিল। করোনার পর যখন সুযোগ পেলাম আমরা ধারাবাহিক ভালো করেছি। আইসিসি থেকে উদ্দীপনামূলক মেইলও আমরা পেয়েছিলাম। সেই ধারাবাহিকতায় সৈকত ভাই এখন বিশ্বকাপে আম্পায়ারিং করেছেন, টেস্টে করবেন। মুকুল ভাই এশিয়া কাপে করেছেন। এখন বিপিএলে বিভিন্ন প্রযুক্তি ব্যবহারে আমরা আরও ভালো করেছি।’

উল্লেখ্য, প্রোটিয়া মুলুকে আগামী ১৯ জানুয়ারি পর্দা উঠবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৫তম আসরের। দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের যুবারা খেলবেন পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে। সব মিলিয়ে পাঁচটি ভেন্যুতে ১৬ দল ও ৪৮ ম্যাচের এই বিশ্বকাপ আসর শেষ হবে ১১ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা