× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাকিবের ডাকে মাগুরায় মাশরাফি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪ ১৪:৫৭ পিএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪ ১৭:২২ পিএম

সাকিবের প্তচারণায় এক ফ্রেমে সাবেক ও বর্তমান ক্রিকেটাররা; ছবি: সংগৃহীত

সাকিবের প্তচারণায় এক ফ্রেমে সাবেক ও বর্তমান ক্রিকেটাররা; ছবি: সংগৃহীত

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। আসন্ন নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এদিকে সদ্য রাজনীতির ময়দানে নামা মাগুরা-১ আসনের প্রার্থী সাকিব আল হাসানের নির্বাচনী প্রচারণার অংশ নিয়েছেন মাশরাফি বিন মোর্ত্তজা। 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মাগুরায় পা রাখেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের হয়ে লড়ছেন এই সংসদ সদস্য।

এদিকে ক্রিকেটের বাইশগজে দাপুটে বিচরণের পর রাজনীতিতে নামা সাকিব নতুন যাত্রায় পাশে পাচ্ছেন ক্রিকেটাঙ্গনের সতীর্থ ও কোচসহ সবাইকেই। জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে সাকিবের প্রচারণায় অংশ নিতে দেখা গেছে। এবার সেই তালিকায় নাম লেখালেন নড়াইল এক্সপ্রেসও। 

অবশ্য সাকিব মনোনয়ন পাওয়ার পরপরই তাকে শুভকামনা জানিয়েছিলেন বড় ভাই মাশরাফি। পরে গণমাধ্যমেও তাকে নিয়ে ম্যাশ বলেছিলেন, যে পারে সে সব পারে। সাকিব অনেক ভালো করবে এমনটাই প্রত্যাশা জানান তিনি।

তাই রাজনীতির মাঠে নতুন সাকিবকে পরামর্শ দিতে কয়েকবার মাগুরায় আসার কথা বলেছিলেন মাশরাফি। সাকিবও গণমাধ্যমকে জানিয়েছিলেন তার এলাকাকে আসবেন বড় ভাই ম্যাশ। অবশেষে আজ এসেছেন সাকিবের সঙ্গে দেখা করতে।

এদিকে, নিউজিল্যান্ড থেকে জাতীয় দলের ক্রিকেটাররা দেশে ফিরে আসার পর সাকিবের টানে মাগুরায় গেছেন সৌম্য সরকার। গতকাল সকালে মাগুরা শহরের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করতে দেখা যায় জাতীয় দলের এই ওপেনারকে। অবশ্য তিনি একাই ছিলেন না। এ সময় সাথে ছিলেন সাব্বির রহমান, রনি তালুকদার, মুক্তার আলি, নাজমুল অপুর মতো ক্রিকেটাররাও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা