× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএলে হবে ‘বিশ্বকাপের উইকেট’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪ ২১:০৬ পিএম

বিশ্বমানের উইকেট থাকবে বিপিএলে— পুরোনো ছবি

বিশ্বমানের উইকেট থাকবে বিপিএলে— পুরোনো ছবি

খেলাটা যখন মারকাটারি সংস্করণের আর সামনে যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ, রানপ্রসবা উইকেটের দিকেই তখন সবার চোখ। ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবি আর মিরপুরের স্লো এবং টার্নিং উইকেটের সমালোচনার মাঝে ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বিপিএল। কদিন আগে বাংলাদেশের সাবেক অধিনায়ক রকিবুল হাসান আশ্বস্ত করেছিলেন, এবার ১৮০ থেকে ২২০ রানের উইকেট হবে। এবার তার সুরে সুর মিলিয়েছেন মাহবুব আনাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, বিশ্বমানের উইকেট থাকবে বিপিএলে। 

বুধবার বিভিন্ন ভেন্যুর ম্যানেজার ও কিউরেটরদের সঙ্গে আলোচনায় বসেছিল বিপিএলের টেকনিক্যাল কমিটি। তাদের সঙ্গে আলোচনা শেষে উইকেট নিয়ে এমন ঘোষণা দেন মাহবুব আনাম। বিসিবির চিফ কনসালট্যান্ট টনি হেমিং এবং কিউরেটরদের তেমন উইকেট তৈরির নির্দেশনাও দিয়েছেন তিনি।

আইসিসির কোনো ইভেন্টে যেমন উইকেট থাকে তেমন উইকেট করার ব্যাপারে আশ্বস্ত করে মাহবুব আনাম বলেছেন, ‘টি-টোয়েন্টি ব্যাটারদের খেলা। আমরা চাইব যে এখানে প্রচুর রান যেন হয়। একই সঙ্গে ব্যাটারের দক্ষতাও থাকতে হবে, দক্ষতা থাকতে হবে বোলারেরও। বৈশ্বিক ইভেন্টে আইসিসি যে ধরনের উইকেট তৈরি করার চেষ্টা করে, টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আমরাও সে রকম উইকেটই (বিপিএলে) করার চেষ্টা করব।’

টি-টোয়েন্টি মানে চার-ছক্কার মারকাটারি ক্রিকেট। ভারী ব্যাট, ব্যাটিংবান্ধব পিচ, ছোট সীমানা আর ব্যাটসম্যানদের আগ্রাসী মূর্তির কাছে সৎছেলে হয়ে পড়েন বোলাররা। এমনকি দর্শকরাও মাঠে আসেন রানবন্যা দেখতে। কিন্তু শেষ কয়েকটি আসরে যেন বাজছিল উল্টো সুর। মাহবুব আনাম বিশ্বাস রাখেন বৈরী আবহাওয়া বাগড়া না দিলে এবার অন্তত তেমন হবে না, ‘আবহাওয়াও একটি চিন্তার বিষয়। কারণ এখন যে রকম কুয়াশা ও শৈত্যপ্রবাহ চলছে, (বিপিএলের) শুরুর দিকে (ভালো উইকেট বানানো) কঠিন হবে। তবে (কিউরেটরদের) বলা হয়েছে, বিশ্বকাপের সঙ্গে সামঞ্জস্য রেখেই উইকেট তৈরি করতে। যাতে আমাদের ব্যাটাররা বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই আসরটিকে ব্যবহার করতে পারে।’

বিপিএলের উইকেট তৈরির জন্য বিদেশিদেরও সাহায্য নেবে না বিসিবি। গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মনে করেন দেশের বিভিন্ন ভেন্যুর কিউরেটরের দায়িত্বে যারা আছেন তারা যথেষ্ট অভিজ্ঞ। ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াতে যাওয়া বিপিএলের দশম আসরটি হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা