× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বরূপে ফিরতে মরিয়া তাসকিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪ ০১:১৭ এএম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪ ১৪:৫৯ পিএম

কাঁধের ইনজুরি কাটিয়ে স্বরূপে ফিরতে মরিয়া তসকিন ; ফাইল ছবি

কাঁধের ইনজুরি কাটিয়ে স্বরূপে ফিরতে মরিয়া তসকিন ; ফাইল ছবি

বাংলাদেশ দলের পেস বোলিং ইউনিটের নেতা তিনি। কিন্তু চোটের কারণে লাল-সবুজের জার্সিতে নিয়মিত নন তাসকিন আহমেদ। সম্প্রতি তার আইপিএলে খেলার কথাও উঠেছিল। অবশ্য আগেও একাধিকবার ভারতের ফ্র্যাঞ্চাইজি এই লিগটিতে খেলার প্রস্তাব পেয়েছিলেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আপত্তিতে একবারও খেলতে পারেননি এই টাইগার পেসার। 

ভারতে অনুষ্ঠেয় গত ওয়ানডে বিশ্বকাপে কাঁধের পুরোনো চোটে পড়ে বেশকিছু ম্যাচ খেলতে পারেননি তাসকিন। এছাড়া বিশ্বকাপে বল হাতেও ঠিক নিজের ছন্দ ধরে রাখতে পারেননি এই স্পিড স্টার। যে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম এন্ড অ্যাওয়ে দু সিরিজেই তাকে বিশ্রাম দেওয়া হয়। 

বে জাতীয় দলে না থাকলেও বসে নেই তাসকিন। নিজের বোলিংয়ে ছন্দ ফিরে পেতে মিরপুরে এখন নিয়মিতই বোলিং প্র্যাকটিস করছেন এই পেসার। গতকাল মঙ্গলবারও বোলিং করেছেন পুর্ন উদ্যমে । এরপর মুখোমুখি হন গণমাধ্যমের। এসময় নিজের ফেরা ,  আইপিএলে খেলতে না পারার আক্ষেপ , নিয়ে খোলামেলা কথা বলেন। নিজের ফিটনেস নিয়ে তাসকিনের ভাষ্য, জ্বি আল্লাহ রহমতে আগের থেকে ভালো। কাধেঁ একটু সমস্যা হয়েছিল। এখন মাশাল্লাহ আগের থেকে ভালো। বিপিএলটাই টার্গেট, যে বিপিএল দিয়ে আবার শুরু করা। ইচ্ছা আছে নতুন বছরের শুরুটা আবার ভালো হোক, ইনশাল্লাহ এটাই।  যোগ করেন, ফুল রান আপে অলরেডি বোলিং শুরু করেছি । এখনও করছি। এই নিয়ে পাঁচটা সেশন বোলিংও করলাম। আগের থেকে ভাল বোধ করছি। এখনও আসলে বিপিএল আসতে প্রায় দুই সপ্তাহের বেশি বাকি আছে। আল্লাহ যদি চায় সব ঠিক থাকলে ওইটা ( বিপিএল)  দিয়েই শুরু করার টার্গেট। এখন পর্যন্ত বিপিএলটাই ফাইনাল। 

আইপিএলে সুযোগ পেয়েও বারবার খেলতে না পারা নিয়ে হতাশাও প্রকাশ করেন এই স্পিড স্টার। বলেন, ‘আসলে এ নিয়ে তিনবার সুযোগ এলো (আইপিএলে), এবারও মিস হলো। একটু খারাপ লাগে. কারণ খেলোয়াড় হিসেবে সবারই ইচ্ছে সব ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশগ্রহণ করার।’

এবার আইপিএলের নিলামে সুযোগ পেয়েছিলেন টাইগার তিন পেসার। কিন্তু কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে বিশেষ বিবেচনায় সুযোগ দিলেও তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে ছাড়পত্র দিতে অপরাগতা জানায় বিসিবি। আইপিএলে ছাড়পত্র না পাওয়া প্রসঙ্গে তাসকিন বলেন, ‘বোর্ড আসলে ছাড়পত্র দিতে চায় না বিভিন্ন কারণে। খেলাও থাকে, স্বাস্থ্যের ইস্যু আছে। এবারও বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে বিবেচনা করবে। সবার মত আমারও খেলার ইচ্ছা । এই আশা নিয়ে আছি যে ভবিষ্যতে সুযোগ হবে।’

সবে শেষ হওয়া নিউজিল্যান্ড সফরে দুটি ইতিহাস গড়েছে বাংলাদেশ দল। কিউইদের মাটিতে স্বাগতিকদের প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে হারায় নাজমুল হোসেন শান্তর দল। প্রতিকূল পরিবেশে এর আগে কখনই এত বড় সাফল্য পায়নি টাইগাররা। নিউজিল্যান্ড সফর কেমন দেখলেন তাসকিন, এমন প্রশ্নে তার উত্তর, এটা আসলে খুবই শান্তির বিষয় এবং পার্সোনালি আমি যখন ম্যাচগুলো দেখছিলাম -সবাই এতো দারুণ বোলিং করেছে মাশাল্লাহ এটা স্বস্তির। কারণ, দিনশেষে ফাস্ট বোলারদের দাপটে আমরা নিউজিল্যান্ডে জয় পেয়েছি। ফাস্ট বোলার হিসেবে এটা আসলে শান্তির।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা