× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিষেধাজ্ঞা থেকে বিকেএসপির মুক্তি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪ ২১:২৪ পিএম

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪ ২২:২৮ পিএম

বিকেএসপির শাস্তি প্রত্যাহার করেছে আপিল কমিটি; ছবি: সংগৃহীত

বিকেএসপির শাস্তি প্রত্যাহার করেছে আপিল কমিটি; ছবি: সংগৃহীত

খেলোয়াড় জালিয়াতির অভিযোগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ফুটবল দলের ওপর এক বছরের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) শৃঙ্খলা কমিটি। সেই সঙ্গে প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হয়। বাফুফের ওই শাস্তির বিরুদ্ধে আপিল করেছিল বিকেএসপি। আপিল কমিটি সেই আবেদন পর্যালোচনা করে বিকেএসপির শাস্তি প্রত্যাহার করেছে।

আব্দুল মুয়ীদ চৌধুরীর সভাপতিত্বে আপিল কমিটি বিকেএসপির নিষেধাজ্ঞার পাশাপাশি আর্থিক জরিমানাও মওকুফ করেছে। বিকেএসপির দুই কোচকে ভিন্ন ভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছিল বাফুফে। আপিল কমিটি শাস্তি পর্যালোচনা করে সিনিয়র কোচ শাহেনুর হকের শাস্তি তুলে নিয়েছে। কিন্তু আরেক কোচ রবিউল ইসলামের শাস্তি বহাল রেখেছেন। তবে বিকেএসপির পয়েন্ট কর্তনসহ আরো কয়েকটি বিষয়ে ডিসিপ্লিনারি কমিটির দেওয়া শাস্তি বহাল রেখেছে আপিল কমিটি। 

নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তে বেশ সন্তুষ্ট বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন,‌ 'আমরা সুস্পষ্টভাবে আমাদের অবস্থান তুলে ধরেছিলাম। প্রতিষ্ঠান হিসেবে বিকেএসপি কোনো অন্যায়-অনিয়ম করেনি। আপিল কমিটি আমাদের আবেদনটি গুরুত্ব সহকারে দেখেছে। তাদের সিদ্ধান্তকে আমরা ধন্যবাদ জানাই। এর মাধ্যমে প্রকৃত সত্যের জয় হলো।'

এ মৌসুমে তৃতীয় বিভাগ ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয় চকবাজার কিংস। সেই দলে বিকেএসপির তিন ফুটবলার খেলেছেন। কিন্তু চুক্তিবদ্ধ হওয়া তিন ফুটবলার নাম পরিবর্তন করে খেলেছেন অন্য নামে ব্যবহার করে। চকবাজারের সঙ্গে বিকেএসপির তিন ফুটবলারের নাম ছিল নাইমুর রহমান, হাসান মিয়া ও মো. জিফাত। 

সেই তিন ফুটবলারই আবার বিকেএসপির হয়ে দ্বিতীয় বিভাগে খেলেছেন অন্য নামে। বিকেএসপির হয়ে তারা খেলেছেন-তাসিন সাহেব, ইহসান হাবিব রিদুওয়ান ও রিফাত কাজী নামে। তিন ফুটবলারই নিজেদের অপরাধ স্বীকার করে নিলে শাস্তি নেমে আসে বিকেএসপির ওপর। তবে ফুটবলাররা যে ক্লাবে খেলেছেন সেই চকবাজার কিংসকে আশ্চর্যজনকভাবে কোনো শাস্তি দেয়নি বাফুফে।

অদ্ভূত পরিস্থিতি নিয়ে বিকেএসপি আভ্যন্তরীণভাবে তদন্ত করছে। সেই তদন্ত নিয়ে বিকেএসপির মহাপরিচালক বলেন,‌ 'আমাদের অবস্থান সুস্পষ্ট প্রতিষ্ঠান হিসেবে বিকেএসপির কোনো দায় নেই। ব্যক্তিগতভাবে ব্যক্তি জড়িত। তার ব্যাপারে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেব।'


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা