× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিসিএল চ্যাম্পিয়ন উত্তরাঞ্চল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩ ২২:২৩ পিএম

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩ ২২:৫৬ পিএম

পূর্বাঞ্চলের আশা ভেঙে বাংলাদেশ ক্রিকেট লিগের শিরোপা জিতেছেন আকবর আলীরা — প্রবা ফটো

পূর্বাঞ্চলের আশা ভেঙে বাংলাদেশ ক্রিকেট লিগের শিরোপা জিতেছেন আকবর আলীরা — প্রবা ফটো

শাহাদাত হোসেন দীপুর অনবদ্য সেঞ্চুরিতে লড়াকু সংগ্রহ পেয়েছিল পূর্বাচল। কিন্তু প্রীতম কুমারের পর অধিনায়ক আকবর আলীর অপরাজিত ফিফটিতে পূর্বাঞ্চলের আশা ভেঙে বাংলাদেশ ক্রিকেট লিগের শিরোপা জিতেছে উত্তরাঞ্চল। 

শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিএলের ১১তম আসরের দিবারাত্রির ফাইনালে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৫ রান সংগ্রহ করে পূর্বাঞ্চল। দলের পক্ষে অপরাজিত ১১৩ রানের ইনিংস খেলেন দীপু। এ ছাড়া ওপেনার পারভেজ হোসেন ইমন ৭৩ রান করেন। 

জবাবে ২৭৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ৮৮ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ফেলে উত্তরাঞ্চল। তবে প্রীতমের ৭৬ রানের পর আকবরের অপরাজিত ৫৩ রানের ইনিংসে ভর করে ৩৮ বল আগেই ৪ উইকেটের সহজ জয় পায় উত্তরাঞ্চল। 

এরপর রান তাড়ায় উত্তরাঞ্চলকে ঝোড়ো সূচনা এনে দিয়েও ইনিংস বড় করতে পারেননি হাবিবুর রহমান সোহান। আগের ম্যাচে লিস্ট এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়া এই ব্যাটার থেমেছেন ১০ বলে ১৭ রান করে। এরপর তার পথ অনুসরণ করেন অমীত হাসান ও আব্দুল্লাহ আল মামুন। তারা দুজনে সাজঘরে ফেরেন যথাক্রমে ৯ ও ৮ রানে। 

এক প্রান্ত আগলে দলকে টানছিলেন জাতীয় দলের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। তবে তিনিও ব্যক্তিগত ফিফটির আগেই থেমে যান। বিদায় নেন ৪৬ বলে ৫ বাউন্ডারিতে ৪৩ রান করে। এরপর পঞ্চম উইকেটে তাইবুর রহমানকে নিয়ে ৯০ রানের জুটি গড়ে দলকে জয়ের পথ দেখান প্রীতম। তাতে তাইবুর ৩০ বলে ২৪ রান করে ফিরে গেলেও জয়ের পথেই থাকেন তারা। 

দলীয় ১৭৮ রানে তাইবুর ফিরে যাওয়ার পর ব্যাট করতে আসেন দলের অধিনায়ক আকবর। প্রীতমকে নিয়ে দলকে জয়ের পথে টেনে নিয়ে যান। তবে জয়ের খুব কাছে গিয়ে রান আউটে কাটা পড়েন প্রীতম। বিদায়ের আগে ৮৬ বলে ৬ বাউন্ডারিতে ৭৬ রানের ইনিংস খেলেন তিনি।

এদিন টস হেরে আগে ব্যাট করতে নামে পূর্বাঞ্চল। শুরুর দিকে তারা ছিল বেশ বিপর্যস্ত। ওপেনার সৈকত আলী ৪, মাহমুদুল হাসান জয় ১৬ এবং টাইগারদের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক মাত্র ৮ রানে ফেরেন। সেখান থেকে পূর্বাঞ্চলকে টেনে তোলার মূল দায়িত্ব পালন করেছেন দীপু ও পারভেজ হোসেন ইমন।

বাঁহাতি ওপেনার ইমনের ব্যাট থেকে এসেছে ৮৯ বলে ৭৩ রানের ইনিংস। তবে তার লড়াকু ইনিংস ছাপিয়ে গেছে দীপুর সেঞ্চুরি। শেষ পর্যন্ত ডানহাতি এই ব্যাটার ১২২ বলে ৯ চার ও ২ ছক্কার বাউন্ডারিতে ১১৩ রানে অপরাজিত ছিলেন। এ ছাড়া মিডল অর্ডারে উইকেটরক্ষক ইরফান শুক্কুর একশ স্ট্রাইক রেটে ৩৬ রান করলে পূর্বাঞ্চল বড় সংগ্রহ পেয়ে যায়।

উত্তরাঞ্চলের পেসার রানা ১০ ওভারে ১ মেডেনসহ ৫০ রানে নিয়েছেন ৫ উইকেট। এ নিয়ে লিস্ট এ ক্রিকেটে তিনি চারবার ৫ উইকেট নিয়েছেন। এ ছাড়া শহিদুল ইসলাম শিকার করেন এক উইকেট। এরপর বাকি কাজটুকু একাই সারেন আকবর। ৫৯ বলে ৫৩ রানের হার না মানা ইনিংস খেলে দলকে শিরোপা জিতিয়েই মাঠ ছাড়েন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

সংক্ষিপ্ত স্কোর
পূর্বাঞ্চল : ৫০ ওভারে ২৭৫/৬ (সৈকত আলী ৪, পারভেজ হোসেন ইমন ৭২, মাহমুদুল হাসান জয় ১৬, মুমিনুল হক ৮, শাহাদাত হোসেন দীপু নট আউট ১১৩, ইরফান শুক্কুর ৩৬, নাসুম ৪, নাইম হাসান নট আউট ৩; নাহিদ রানা ৫/৫০, শহিদুল ইসলাম ১/৬৯)।
উত্তরাঞ্চল : ৪৩.৪ ওভারে ২৭৬/৬ (তানজিদ তামিম ৪৩ , হাবিবুর রহমান সোহান ১৭, অমিত হাসান ৯, আব্দুল্লাহ আল মামুন ৬, প্রীতম কুমার ৭৬, তাইবুর রহমান ২৪, আকবর আলী নট আউট ৫৩, নাহিদুল ইসলাম নট আউট ১৩; নাসুম ২/৩৯, নাইম হাসান ১/৪৩, রেজাউর রহমান রাজা ১/৬৫)।
ফল : উত্তরাঞ্চল ৪ উইকেটে জয়ী।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা