× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিশাদদের ভাবনায় শুধুই সিরিজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩ ১৫:৪৯ পিএম

মাউন্ট মঙ্গানুইয়ে কিউইদের ভুগিয়ে ছিলেন রিশাদ— ছবি: এএফপি

মাউন্ট মঙ্গানুইয়ে কিউইদের ভুগিয়ে ছিলেন রিশাদ— ছবি: এএফপি

অপেক্ষা বাড়িয়ে দিল বৃষ্টি! মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক আবহাওয়ার দাপটে সিরিজ জয় না হলেও লক্ষ্যভ্রষ্ট হয়নি বাংলাদেশ। অনেকখানি আশা আর কিছুটা হতাশার কথা শুনিয়ে রিশাদ হোসেন গতকাল শুক্রবার বলেছেন, ‘দেশে সিরিজ জিতেই ফিরব।’ সংবাদ সম্মেলনে দৃপ্ত কণ্ঠে ভাবনার কথা জানানো রিশাদ মাঠেও ছিলেন দুর্দান্ত। নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের লক্ষ্যে আরেকবার নামার আগে আলোচনার টেবিলে নিজেকেও রেখে দিয়েছেন তরুণ লেগস্পিনার।

বে ওভালে গতকাল ইনিংসের শুরু থেকেই ছিল গুঁড়িগুঁড়ি বৃষ্টি। তার মাঝেই খেলা চলল ১১ ওভার। এতটুকু সময়কে দুটি ভাগ করলে প্রথম অংশে থাকবেন টিম সেইফার্ট, অপর অংশে রিশাদ হোসেন। কিউইদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় বোলিং কোটাও পূর্ণ করতে পারেননি রিশাদ। তবে তিন ওভার বোলিং করে দিয়েছেন মাত্র ১০ রান! তাতেই বাংলাদেশের ড্রেসিংরুম, টিম ম্যানেজমেন্ট থেকে প্রতিপক্ষের খেলোয়াড়দের কণ্ঠেও ঝড়েছে রিশাদ স্তুতি। খোদ রিশাদের চাওয়া এবার সামর্থ্যের মান রাখার।

বাংলাদেশের লেগি বলেছেন, ‘যখন বোলিংয়ে যাই, চিন্তা করি নিজের বাইরে না যাই। সামর্থ্যের মধ্যে থাকার জন্য। এটা আমার জন্য বড় সুযোগ। চেষ্টা করব দেশকে ভালো কিছু দেওয়ার।’ ঘরোয়া ক্রিকেটে খুঁজলেও তেমন কোনো লেগস্পিনার পাওয়া যাবে না। জুবায়ের হোসেন, তানভীর আহমেদদের সুযোগ দিয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। কেউই টিকতে পারেননি। এবার আশার আলো হয়ে জ্বলছেন রিশাদ। সংবাদ সম্মেলনে সেটির কৃতজ্ঞতা স্বীকার করেছেন এই স্পিনার, ‘আমার ওপর ভরসা রাখছে, ভালো কিছু দেওয়ার সুযোগও বাড়ছে। আশা করি ভালো কিছু দিতে পারব।’

নিজেকে বল হাতে প্রমাণও দিচ্ছেন রিশাদ। গতকাল সেইফার্টের ২৩ বলে ছয়টি চার ও এক ছক্কায় ৪৩ রান আনার দিনটিও নিজের করে নিয়েছেন। তিন ওভারে ১০ রান দিয়ে উইকেট না পেলেও ১৮ বলের মধ্যে ৯টিতে ডট বল দেন রিশাদ। ম্যাচে অসাধারণ ব্যাটিং করা সেইফার্টকেও ভুগিয়েছেন। তাই তো ম্যাচ শেষে কিউই তারকা ওপেনারের কণ্ঠেও ছিল টাইগার স্পিনারের প্রশংসা, ‘সে খুব ভালো বোলিং করেছে। সে এমনভাবে বোলিং করছিল যেন বাতাসের কারণে সুবিধা পায়। বেশ বাতাসও ছিল। তাই সামনের দিকে খেলা অবশ্যই অনেক কঠিন ছিল। জায়গা অনুযায়ী বোলিং করতে পারায় সে দারুণ করেছে। তবে আমার মনে হয় তাকে ছেলেরা ঠিকমতোই খেলেছে। তাকে কৃতিত্ব দিতেই হবে। প্রথম দুই ওভারে সে অসাধারণ বোলিং করেছে।’

মাউন্ট মঙ্গানুইয়ে এগিয়ে থেকে আগামীকাল ভোরে নামবে বাংলাদেশ। সেখানে হারলেও সিরিজ হারানোর আক্ষেপ থাকবে না। তবে জয়ের বাইরে চোখ রাখছেন না রিশাদরা। শেষ সুযোগটি লুফে নিতে আত্মবিশ্বাসী টাইগার লেগস্পিনার, ‘কোনো আফসোস না রাখাই ভালো। যা কিছু হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করব পরের ম্যাচ জিতে সিরিজটা নিয়ে দেশে ফেরার জন্য। এত বড় একটি সুযোগ পেয়েছি, আমরা চেষ্টা করব কাজে লাগানোর। জেতার জন্যই নেমেছিলাম, কিন্তু বৃষ্টি নিয়ে কিছু করার নেই।’

নাজমুল হোসেন শান্তর দল চলতি সিরিজে আরেকটি বৃত্ত পূরণ করেছে। নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার জিতেছে ওয়ানডে ম্যাচ। জিতেছে টি-টোয়েন্টিতেও। সিরিজ জয়ের মিশনে গতকাল অবশ্য কয়েকটি সুযোগ মিস করেছেন টাইগাররা। ক্যাচ মিস ছাড়াও রান আউটের সুযোগ নেননি বাংলাদেশের খেলোয়াড়রা। আপাতত সেই নেগেটিভ বিষয়গুলো মাথায় রাখতে চান না রিশাদরা, ‘এই সিরিজে কোনো নেগেটিভ চিন্তা করিনি। ক্যাচ মিস হতেই পারে, পরবর্তী সময়ে আর এরকম হবে না ইনশাল্লাহ। আমরা নিজেদের প্রসেস অনুযায়ী খেলব, বাকিটা মাঠে দেখা যাবে। সবার মাথায় ছিল যদি ১০০ কিংবা ১১০ ভাগ দেওয়ার চেষ্টা করি, তাহলে জয় পাব। আমরা চিন্তা করছি যে এই সিরিজটা আমরা দেশে নিয়ে যাব ইনশাল্লাহ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা