× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিসিএল

হাবিবুর তাণ্ডবে ফাইনালে উত্তরাঞ্চল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩ ২০:৩৭ পিএম

হাবিবুর তাণ্ডবে ফাইনালে উত্তরাঞ্চল

বাংলাদেশের ঘরোয়া লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন হাবিবুর রহমান সোহান। চলমান বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণের ম্যাচে ৪৯ বলে সেঞ্চুরি হাঁকিয়ে দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির মালিক হয়ে গেছেন ২৪ বছরের এই ব্যাটার। তার রেকর্ডগড়া সেঞ্চুরিতে ফাইনালে উঠেছে উত্তরাঞ্চল। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ পূর্বাঞ্চল।

তার আগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার দখলে। ২০১৬ সালে ঢাকা প্রিমিয়ার লিগে ৫০ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ওই কীর্তি গড়েছিলেন তিনি। নারায়ণগঞ্জের ফতুল্লায় কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ওই ইনিংস খেলেছিলেন পঞ্চপাণ্ডবের এই নেতা। 

বৃহস্পতিবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিসিএলের তৃতীয় রাউন্ডের ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৪৮.১ ওভারে ২০১ রানে অলআউট হয়ে যায় মধ্যাঞ্চল। ইনিংসে ৯৯ বলে ৬৭ রান করে শেষ পর্যন্ত টিকে ছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। এ ছাড়া অধিনায়ক সাইফ হাসান খেলেন ৮৫ বলে ৪৭ রানের ইনিংস। উত্তরাঞ্চলের হয়ে বল হাতে ৪ উইকেট শিকার করেন পেসার শহিদুল ইসলাম। ২টি করে উইকেট নেন রকিবুল ইসলাম এবং তাইবুর রহমান।

জবাবে উত্তরাঞ্চলকে বিস্ফোরক সূচনা এনে দেন সিরাজগঞ্জের ছেলে হাবিবুর। তানজিদ হাসান তামিমের সঙ্গে তার উদ্বোধনী জুটি থেকে রান আসে ১৪০। ২৫ বলে ৩৪ রান করে আউট হন জুনিয়র তামিম। মারমুখী ব্যাটিংয়ে মাত্র ৪৯ বলে নিজের ১৮টি লিস্ট ‘এ’ ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন হাবিবুর। দুর্দান্ত ওই ইনিংস খেলার পথে আটটি ছক্কার সঙ্গে হাঁকান সাতটি চারের শট। তবে রেকর্ডগড়া সোহান থামেন ৬১ বলে ১১৭ রানের ঝলমলে এক ইনিংস খেলে। শেষ দিকে অমিত হাসান এবং আব্দুল্লাহ আল মামুন মিলে সেরেছেন জয়ের বাকি কাজ। এতে ১৫২ বল এবং ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় উত্তরাঞ্চল।

দিনের আরেক ম্যাচে একই ভেন্যুর ২ নম্বর মাঠে টসে জিতে আগে দক্ষিণাঞ্চলকে ব্যাটিংয়ে পাঠায় পূর্বাঞ্চল। আগে ব্যাট করে ২০৭ রানের সংগ্রহ দাঁড় করায় দক্ষিণাঞ্চল। ইনিংসে সর্বোচ্চ ৫৩ বলে ৪৭ রানের ইনিংস খেলেন মোসাদ্দেক হোসেন সৈকত। এ ছাড়া সদ্য যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে আসা দলের সদস্য আশিকুর রহমান শিবলি খেলেন ৩৫ বলে ৩৮ রানের ইনিংস।

পূর্বাঞ্চলের হয়ে বল হাতে ৪ উইকেট নেন অফস্পিনার নাঈম হাসান। ২ উইকেট তোলেন নাসুম আহমেদ। ১টি করে উইকেট শিকার করেন মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, রেজাউর রহমান রাজা এবং সৈয়দ খালেদ আহমেদ। 

জবাব দিতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি পূর্বাঞ্চলকে। ওপেনার জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ের পথেই ছিল তারা। জয় ফিফটি হাঁকিয়ে খেলেছেন ৬১ বলে ৫৪ রানের ইনিংস। সেঞ্চুরির খুব কাছে চলে যাওয়া জাকির পেয়েছেন হৃদয়ভঙ্গের স্বাদ। ৯৯ রানের মাথায় গিয়ে রান আউট হয়েছেন তিনি। 

শেষদিকে শাহাদাত হোসেন দীপু এবং মুমিনুল হক মিলে দলের জয়ের বাকি কাজ সেরেছেন। ৭ উইকেট এবং ৬৬ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় পূর্বাঞ্চল। দক্ষিণাঞ্চলের হয়ে ১টি করে উইকেট নেন টিপু সুলতান এবং সুমন খান। ৩০ ডিসেম্বর ফাইনালে মুখোমুখি হবে উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চল। মিরপুর শেরেবাংলায় দিবারাত্রির ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা