× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাজিলের এই দুর্দশায় বেঁচে থাকলে কষ্ট পেতেন পেলে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩ ১৭:২৬ পিএম

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩ ১৮:৩৯ পিএম

বিশ্বকাপ ট্রফি হাতে কিংবদন্তি পেলে। সংগৃহীত ছবি

বিশ্বকাপ ট্রফি হাতে কিংবদন্তি পেলে। সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে টেবিলের ছয়ে অবস্থান করছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। এমন অবস্থায় দলটি ঝুঁকিতে আছে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন নিয়েই। নিকট অতীতে ব্রাজিলের এমন হাল দেখেনি কেউ। তবে যা কেউ ভাবেনি তেমনটাই ঘটছে ব্রাজিল ফুটবলে। এ নিয়ে বেশ হতাশাই প্রকাশ করেছেন কিংবদন্তি সাবেক ফুটবলার পেলের ছেলে এডিনহো। বলেছেন, বেঁচে থাকলে ব্রাজিলের এই দুর্দশা দেখে পেলে খুব কষ্ট পেতেন।

পেলের মৃত্যুর এক বছর পূর্ণ হতে যাচ্ছে আগামী শুক্রবার। এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলারের ছেলে। যেখানে উঠে এসেছে ব্রাজিল জাতীয় ফুটবল দলের বর্তমান অবস্থাও। পেলের রেখে যাওয়া সাত সন্তানের মধ্যে একজন ৫৩ বছর বয়সি এডিনহো। তিনি বলেছেন, ‘ব্রাজিলের এই সংকট রাতারাতি দেখা যায়নি। ঘোরতর কোনো সমস্যা রয়েছে। আমরা পতনের সম্মুখীন হচ্ছি। দলে এখনও কিছু দুর্দান্ত খেলোয়াড় আছে। কিন্তু সেটি আগের তুলনায় অনেক কম। এই দলটিতে সব সময় বিশ্বসেরা ফুটবলার ছিল। তাও একজন না, একাধিক।’

এডিন বড় হয়েছেন তার মায়ের কাছে। ১৯৭৫ সালে নিউইয়র্ক কসমসের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আগে তার মা রোসেমেরি ডোস রেইস ছলবির সঙ্গে ডিভোর্স হয় পেলের। তবে পেলের শেষ বয়সে তার সঙ্গে ছিলেন এডিনহো। কাছ থেকে দেখার সুযোগটা তখনই পান তিনি। সামনে থেকে দেখেছেন বলেই পেলের সম্পর্কে জানেন অনেক কিছু। ব্রাজিল দল নিয়ে পেলের আবেগও তার অজানার কথা নয়, যে কারণে বললেন, ‘এতে কোনো সন্দেহ নেই যে ব্রাজিলের বর্তমান এই হাল দেখে পেলে খুব কষ্ট পেতেন।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা