× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ার্নারের ওপর কেবল পন্টিং

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩ ১৩:২১ পিএম

পাকিস্তানের বিপক্ষে মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে ৩৮ রান করে আউট হয়েছেন ডেভিড ওয়ার্নার। ছবি: ক্রিকইনফো

পাকিস্তানের বিপক্ষে মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে ৩৮ রান করে আউট হয়েছেন ডেভিড ওয়ার্নার। ছবি: ক্রিকইনফো

মেলবোর্ন টেস্টে মাঠে নামার আগে দারুণ এক রেকর্ডের হাতছানি ছিল ডেভিড ওয়ার্নারের সামনে। রেকর্ডটি গড়তে ওয়ার্নারের প্রয়োজন ছিল কেবল ২০ রান। সেটি মঙ্গলবার থেকে শুরু হওয়া টেস্টের প্রথম সেশনেই পেয়ে গেছেন বাঁহাতি ওপেনার। টপকে গেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহকে। সব সংস্করণ মিলিয়ে তার রান ১৮৪৯৬। সেটি টপকে ওয়ার্নার করে ফেলেছেন ১৮৫১৫ রান। ওয়ার্নারের ওপর এখন কেবল আছেন রিকি পন্টিং। কিংবদন্তি এই অধিনায়কের রান সবমিলিয়ে ২৭৪৮৩।

মেলবোর্ন টেস্টে ইনিংসের ১৬তম ওভারে হাসান আলির করা বলটি ওয়ার্নারের ব্যাটের বানা ছুঁয়ে বাউন্ডারি হতেই ওয়াহকে ছাড়িয়ে যান অজি ওপেনার। এরপর আউট হয়েছেন ৩৮ রান করে। ততক্ষণে অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ডটি নিজের দখলে নিয়েছেন তিনি। ৪৬০ ইনিংসে ৪৯টি সেঞ্চুরি এবং ৯৩টি হাফ সেঞ্চুরি করেছেন ওয়ার্নার। ক্যারিয়ার গড় ৪২ দশমিক ৫৬। 

এদিকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেই লাল বলের ক্রিকেটকে বিদায় জানাবেন ওয়ার্নার। সে হিসেবে সিডনি টেস্টই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ টেস্ট। সে কারণে এটা বলাই যায় যে পন্টিংয়ের ২৭৪৮৩ রানের রেকর্ডটি অক্ষতই থাকছে। তবে অস্ট্রেলিয়ার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে বিদায় নেওয়াটাও বড় কৃতিত্বই বটে। 

আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ৫জন রান সংগ্রাহক:

রিকি পন্টিং- ২৭৪৮৩ রান। 

ডেভিড ওয়ার্নার- ১৮৫১৫ রান। 

স্টিভ ওয়াহ- ১৮৪৯৬ রান। 

অ্যালান বোর্ডার- ১৭৬৯৮ রান।

মাইকেল ক্লার্ক- ১৭১১২ রান।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা