× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রোটিয়া রেকর্ডে জ্যোতিদের হতাশা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩ ২০:৩৫ পিএম

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩ ২১:২৬ পিএম

সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ইতিহাস গড়ায় মাতেন দক্ষিণ আফ্রিকার নারীরা— টুইটার

সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ইতিহাস গড়ায় মাতেন দক্ষিণ আফ্রিকার নারীরা— টুইটার

স্মরণীয় জয়ে শুরু হলেও শেষটায় ফলটা বাংলাদেশের মেয়েদের পক্ষে আসেনি। উল্টো দক্ষিণ আফ্রিকা নন্দিনিদের রেকর্ড রানের জয়ের নিচে চাপা পড়েছে নিগার সুলতানা জ্যোতিদের জয়। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে প্রোটিয়াদের ৩১৬ রানের বিপক্ষে বাংলাদেশ করতে পেরেছে মোটে ১০০ রান। তাতেই আরেকটি প্রথমের আক্ষেপ বাড়ে টাইগ্রেসদের।

বেনোনিতে ৩১৭ রানের লক্ষ্যে বাংলাদেশের মেয়েরা থামে ২১৭ রান পেছনে। বিশাল জয়ে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে এটিই প্রোটিয়াদের সবচেয়ে বড় জয়। এর আগে কিম্বার্লিতে ২০১৮ সালে ১৫৪ রানের জয়টি ছিল তাদের সবচেয়ে বড় জয়।

সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ইতিহাস গড়ায় মাতে দক্ষিণ আফ্রিকার নারীরা। শুরুতে ব্যাট করে দুই ওপেনার লরা ওলভারডট ও তাজমিন ব্রিটস গড়েন উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড। তাদের দুজনের জোড়া সেঞ্চুরিতে প্রোটিয়ারা দাঁড় করায় রানপাহাড়।

সিরিজ জয়ের লক্ষ্যে মরিয়া থাকা বাংলাদেশ তৃতীয় ম্যাচে আরেকবার ব্যাটিং ব্যর্থতায় পড়ে। কোনোমতে জ্যোতিরা জমা করতে পারেন শতরান। সিরিজও তাতেই হাতছাড়া হয়। ১২৪ বলে ১১৮ রান এনে ম্যাচের সেরা হয়েছেন প্রোটিয়াদের ওপেনার তাজমিন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা