প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩ ২০:০৭ পিএম
মোস্তাফিজকে নেওয়ার চিন্তাও হুট করেই আসেনি চেন্নাইয়ের— ছবি: সিএসকে
বাংলাদেশ থেকে এবার একমাত্র খেলোয়াড় হিসেবে আইপিএলে খেলবেন মোস্তাফিজুর রহমান। বাহাতি পেসারকে ২০২৪ আইপিএল নিলাম থেকে দলে টেনেছে চেন্নাই সুপার কিংস। তাকে দলে নেওয়ার পেছনে অনেকেই চেন্নাইয়ের বাণিজ্যিক উদ্দেশ্য দেখছেন। তবে মহেন্দ্র সিং ধোনির দল জানিয়েছেন পেছনের কারণ।
ফিজকে দলে নেওয়ার ব্যাপারে আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নদের যুক্তি, ঘরের মাঠের উইকেটে মোস্তাফিজেরর কার্যকারিতা। চেন্নাইয়ের মাঠ চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামের উইকেট কিছুটা স্লো। এমন পিচে মোস্তাফিজের কার্যকারিতা প্রমাণিত। তাই তিনি দলে। তাছাড়া মোস্তাফিজকে নেওয়ার চিন্তাও হুট করেই আসেনি। নিলামের আগে থেকেই তার দিকে নজর ছিল সিএসকের।
চেন্নাইয়ের প্রধান নির্বাহী কেএস বিশ্বনাথন জানিয়েছেন নেপথ্যের কথা, ‘আমাদের মনে হয়েছে, মাঠের দুই পাশের সীমানা বিবেচনায় নিয়ে চিপকের উইকেটে মোস্তাফিজ ভালো পছন্দ হতে পারে। (নিলামের আগে থেকেই) আমাদের ভাবনায় এসব ছিল। কিন্তু আমরা নিশ্চিত ছিলাম না যে পাবো। সৌভাগ্যবশত, এবারের নিলাম আমাদের ভালো কেটেছে।’
গত ১৯ ডিসেম্বর দুবাইয়ে আইপিএলের মিনি নিলাম অনুষ্ঠিত হয়। যেখানে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নেয় চেন্নাই। আইপিএলে মোস্তাফিজের অভিজ্ঞতা অনেক। এর আগে আরও চারটি ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন বাঁহাতি ‘কাটার মাস্টার।’