প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩ ১৯:৩৩ পিএম
ফাস্ট বোলারের জন্য জগদ্বিখ্যাত পাকিস্তান। অথচ দলটির আগের ঝাঁজ দেখতে পান না ওয়াকার ইউনিস। অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের পেসারদের গতি নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির এই কিংবদন্তি পেসার।
অস্ট্রেলিয়া সফরে অভিজ্ঞ শাহিন শাহ আফ্রিদির সঙ্গে ছিলেন খুররম শাহজাদ ও আমের জামাল। পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফও বল দাগিয়েছেন। তবে তাদের বল খুব কম সময়ই ১৪০ কিলোমিটার গতি স্পর্শ করেছে। বিষয়টি নিয়ে খানিকটা বিরক্ত এবং আশ্চর্য ওয়াকারÑ ‘একটি বিষয় নিয়ে উদ্বিগ্ন, যখনই অস্ট্রেলিয়ায় আসি, ফাস্ট বোলিং নিয়ে রোমাঞ্চিত থাকি। এবার এমন কিছু দেখছি না। দেখেছি মিডিয়াম পেসার, স্লো মিডিয়াম পেসার ও অলরাউন্ডার। প্রকৃত গতিময় কোনো বোলার নেই। মানুষ দেখতে আসে পাকিস্তান পেসাররা দ্রুতগতিতে দৌড়ে আসছে এবং ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করছে। এবার সেটা দেখছি না।’
তিনি বলেন, ঘরোয়া ক্রিকেটেও গতিময় বোলার দেখি না। কয়েকজন চোটে। অতীতে তাকালে দেখবেন ফাস্ট বোলারে সমৃদ্ধ ছিল পাকিস্তান। দুর্ভাগ্যজনকভাবে এখন সেটা নেই এবং বিষয়টি নিয়ে সত্যিই অনেক চিন্তিত।’
পার্থ টেস্টে পাকিস্তানের বিবর্ণ বোলিং-ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংও ছিল বাজে। ওয়াকার বলেন, ‘প্রথম টেস্ট দেখা ছিল বেদনাদায়ক। কিছু মুহূর্ত ছিল, সুযোগ ছিল, যখন ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারতাম, কিন্তু সেই সুযোগগুলো নিতে পারিনি।’