× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোহামেডানের শুভ সুচনা আবাহনীর ড্র

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩ ২২:৪৫ পিএম

রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ফর্টিস এফসিকে ২-১ গোলে হারিয়েছে মোহামেডান। সংগৃহীত ছবি

রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ফর্টিস এফসিকে ২-১ গোলে হারিয়েছে মোহামেডান। সংগৃহীত ছবি

নতুন মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মোহামেডান শুভ সুচনা করলেও  ড্র নিয়ে মাঠ ছেড়েছে আবাহনী লিমিটেড। শুক্রবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে রহমতগঞ্জ ফ্রেন্ডস সোসাইটির সঙ্গে ১-১ ড্র করেছে আকাশী – নীল জার্ষিধারীরা। শেষ সময়ের গোলে পয়েন্ট খোয়ানোর হাত থেকে রেহাই পেয়েছে মোহামেডান। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ফর্টিস এফসিকে ২-১ গোলে হারিয়েছে সাদা – কালো জার্সিদারীরা। ম্যাচের শেষ মিনিটে মোহামেডানের হয়ে জয়সুচক গোলটি করেন দরটির নাইজেরিয়ান ফরোয়ার্ড এমানুয়েল টনি।

গতকাল বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। সাত গোলের ম্যিাচে ব্রাদার্স ইউনিয়নকে ৫-২ গোলে হারিয়েছে সর্বশেষ চার আসরের চ্যাম্পিয়নরা। এছাড়াও চমক দেখিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়েছে তারা ।

গোপালগঞ্জে পুরাণ ঢাকার ক্লাব রহমতগঞ্জের বিপক্ষে ২১ মিনিটের মাথায় লিড নেয় আবাহনী। এসময় একটা সংঘবদ্ধ আক্রমন থেকে বল পান দলটির জোনাথন ফের্নান্দেস রেইস। এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের প্রথম শট রহমতগঞ্জ গোলরক্ষক মোহাম্মদ নাঈম প্রথম দফায় ফেরালেও আটকাতে পারেননি তার ফিরতি ফিরতি শট।

ম্যাচের ৬৭তম মিনিটে সমতায় ফেরে রহমতগঞ্জ। এসময়  ফ্রি কিক থেকে  বক্সের ভেতরে বল পান ঘানার ফরোয়ার্ড আর্নেস্ট বোয়াটেং। লক্ষ্যভেদ করতে কোন ভুল করেননি তিনি। ম্যাচের বাকি সময় আবাহনীকে আটকে রেখে ড্রয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে পুরান ঢাকার ক্লাবটি।

অনেক দিন ধরে প্রিমিয়ার লিগে শিরোপাহীন আবাহনী লিমিটেড। টানা চারবার কিংসের পেছনে থেকে রানার্সআপ ট্রফি নিয়ে সন্তুস্ট থাকতে হয়েছে আকাশী – নীল জার্সিধারীদের।  আন্দ্রেস ক্রুসিয়ানির তত্বাবধানে থাকা দলটির জন্য এবারের প্রিমিয়ার লিগে শিরোপার মিশন। কিন্তু শুরুতে হোঁচট খেতে হল বাংলাদেশ ঘরোয়া ফুটবলের অন্যতম সফল এই দলটিকে। আবাহনী সর্বশেষ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে ২০১৭-১৮ মৌসুমে।  

এদিকে অনেকটা কানের পাশ দিয়ে গুলী চলে গেছে মোহামেডানের।  শেষ মুহূর্তের গোলে জয়ের হাসি হেসেছে সাদা – কালোর দল। রাজশাহীতে ফর্টিসের বিপক্ষে শুরু থেকেই  সতর্কতার সঙ্গে  খেলতে থাকে  মোহামেডান।  দলটি লিড পায় ১৩ মিনিটের মাথায়। এসময় মোজাফ্ফরভের ফ্রি কিকে অনেকটা লাফিয়ে উঠে হেডে গোল করেন করেন শাহরিয়ার ইমন। ৪৩তম মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে বসে মোহামেডান। মোজাফ্ফরভের ব্যাক পাস সতীর্থের কাছে পৌঁছানোর আগেই নিজের নিয়ন্ত্রণে নিয়ে আরমান ফয়সাল আকাশ দ্রুত বল বাড়ান মেহামেডান বক্সে।  অরক্ষিত গোলরক্ষককে পরাস্ত করতে কোন সমস্যাই হয়নি  গাম্বিয়ার ফরোয়ার্ড ওমর সার। তবে ফর্টিসের এই স্বস্তি শেষপর্যন্ত স্থায়ী হয়নি। ম্যাচের শেষ দিকে মেহেদী হাসানের লম্বা থ্রো ইন থেকে হেডের সাহায্যে দুর্দান্ত গোল করেন  মোহামেডানের নাইজেরিয়ান ফরোয়ার্ড এমানুয়েল টনি। ২-১ ব্যভধানে এগিয়ে যায় সাদা – কালো জার্সিধারীরা। এই লিড ধরে রেখেই মাঠ ছাড়ে তারা। 

গত মৌসুম থেকেই নতুনভাবে জেগে ওঠার সম্ভাবনা দেখাচ্ছে মোহামেডান। সাবেক তারকা স্ট্রাইকার আলফাজ আহমেদের কোচিংয়ে গত মৌসুমে ফেডারেশন কাপ জিতেছিল সাদা – কালোরা। সবে শেষ হওয়া স্বাধীনতা কাপে ফাইনালেও উঠেছিল মোহামেডান। ফাইনালে কিঙসের বিপক্ষে লিডও নিয়েছির তারা। যদিও শেস পর্যন্ত রানার্সআপ ট্রফি নিয়েই সন্তুস্ট থাকতে হয় তাদের। ২০০৭ সালে পেশাদার লিগ শুরু হওয়ার পর এখন পর্যন্ত শিরোপার স্বাদ পায়নি মোহমেডান। গত মৌসুমে লিগে চতুর্থ স্থান পায় দরটি।  

গতকাল ব্রাদার্সের বিপক্ষে ৫-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে  গত আসরের লিগ বিজয়ী কিংস। ম্যাচিটেত জোড়া গোল করেন দোরিয়েলতন। এছাড়াও একটা করে গোল করেন রাকিব হোসেন , রবসন রবিনহো ও মোহাম্মদ ইব্রাহিম। ব্রাদার্সের পক্সে গোল দুটো করেন মোাহম্ম রাব্বী ও ওতাবেক  দিনের আরেক ম্যাচে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা