× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফাইনালেও নেই হালান্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩ ২২:৫৭ পিএম

সেমিফাইনালে দর্শক হয়েছিলেন আর্লিং হালান্ড

সেমিফাইনালে দর্শক হয়েছিলেন আর্লিং হালান্ড

ম্যানচেস্টার সিটি ভক্তদের অপেক্ষা যেন শেষ হচ্ছে না। সমর্থকদের মনে একটাই প্রশ্ন। কবে মাঠের লড়াইয়ে দেখা যাবে আর্লিং হালান্ডকে। চলতি মৌসুমে এখন পর্যন্ত সিটির সর্বোচ্চ গোলদাতা। শুধু এ ব্যাপারটাই নয়, ফুটবল জাদুতেও সবাইকে মোহিত করে রেখেছেন। প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাবটির খেলা দেখতে বসলেই দর্শকরা প্রত্যাশা করেন হালান্ডের ঝলক। সেটা হোক গ্যালারিতে বা টিভিরপর্দার সামনে। 

হালান্ড সবশেষ খেলেছেন গত ৭ ডিসেম্বর প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে। পরে খবরটা ছড়িয়ে পড়ে পায়ের হাড়ে চোট পেয়েছেন নরওয়ের এ তারকা স্ট্রাইকার। সেই থেকে অনুরাগীরা প্রার্থনা করে যাচ্ছেন হালান্ডের সুস্থতার জন্য।

সিটি কোচ পেপ গার্দিওলা শুরুতে অবশ্য ফুটবলপ্রেমীদের আশ্বস্ত করেছিলেন, ক্লাব বিশ্বকাপ দিয়ে ফের মাঠে ফিরবেন হালান্ড। কিন্তু মঙ্গলবার রাতে জাপানের ক্লাব উরাওয়া রেড ডায়মন্ডসের বিপক্ষে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে খেলেননি হালান্ড। ৩-০ জয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে ওঠার পর গার্দিওলা নিশ্চিত করেন, শুক্রবার রাতে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে হালান্ডের খেলার কোনো চান্স নেই।

হালান্ডকে বসিয়ে রেখেই সিটি ইতোমধ্যে খেলে ফেলেছে লুটন টাউন ও ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে দুটি লিগ ম্যাচ। আর চ্যাম্পিয়নস লিগে খেলেছে তারা রেড স্টার বেলগ্রেডের বিরুদ্ধে। শেষে তো সিটিজেনরা ক্লাব বিশ্বকাপ সেমিফাইনালও খেলে ফেলল দলের প্রাণভোমরা ছাড়াই।

লুটন, রেড স্টার বেলগ্রেড ও রেড ডায়মন্ডসের বিপক্ষে জয় পেলেও ড্র করেছে প্যালেসের সঙ্গে। সিটির দলে দীর্ঘদিন ধরেই নেই পুনর্বাসনে থাকা কেভিন ডি ব্রুইনে। একই সঙ্গে হালান্ড দর্শক হয়ে যাওয়ায় বড় ধাক্কাই খেয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। কোচ গার্দিওলা বলেন, ‘আর্লিং (হালান্ড) এখনও অনুশীলনই শুরু করতে পারেনি।’

ক্লাব বিশ্বকাপের ফাইনালে হালান্ড না থাকলেও সমস্যা নেই। কারণ শেষ চারের বৈতরণী তো তারা হালান্ডকে ছাড়াই উতরে গেছে। উরাওয়া রেড ডায়মন্ডসকে হারিয়েছে ৩-০ গোলে। রেড ডায়মন্ডসের আত্মঘাতী গোলের পর সিটির হয়ে গোল করেন মাতেও কোভাচিচ ও বের্নার্দো সিলভা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা