প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩ ২২:১০ পিএম
বোলারদের তালিকায় সেরা ১৫ জনের মধ্যে জায়গা করেছেন নাহিদা— সংগৃহীত ছবি
অক্টোবরে আইসিসির মাসসেরার দৌড়ে ছিলেন, কিন্তু হেইলি ম্যাথিউসের সঙ্গে পেরে ওঠেননি নাহিদা আক্তার। নভেম্বরেও বাঁহাতি স্পিনে প্রতিপক্ষ শিবিরে কাঁপন ধরিয়েছিলেন। হয়েছিলেন মাসের সেরা। এবার সেই পুরস্কারে আরও একটু রঙ চড়েছে। ক্যারিয়ারের সেরা বোলিং র্যাঙ্কিংয়ে উঠেছেন বাংলাদেশের নারী দলের স্পিনার। দারুণ ছন্দে থাকা নাহিদা এগিয়েছেন দুই ধাপ।
নারী ক্রিকেটে ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে দ্বাদশ স্থানে উঠে এসেছেন বাংলাদেশের বাঁহাতি এই স্পিনার, যা তার সেরা অবস্থান। নাহিদার মতো র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মুর্শিদা খাতুনেরও। ২৩ ধাপ এগিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৫২তম স্থানে উঠেছেন বাঁহাতি ব্যাটার।
সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১১৯ রানের রেকর্ড জয়ে নাহিদার শিকার ছিল ৩ উইকেট। সবশেষ ৯ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন নাহিদা। তাতে রেটিং পয়েন্ট বেড়ে এখন দাঁড়িয়েছে ৫৬২। বোলারদের তালিকায় তাতেই জায়গা করেছেন সেরা ১৫ জনের মধ্যে। ৪৮৪ রেটিং নিয়ে সেরা ২০ নম্বরে আছেন সালমা খাতুন।