প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩ ১১:২৫ এএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩ ১২:১৭ পিএম
আবারও দল থেকে বাদ পড়েছেন শিমরন হেটমায়ার। ছবি : সংগৃহীত
ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য নতুন করে দল ঘোষণা করেছে উইন্ডিজ। বাদ পড়েছেন শিমরন হেটমায়ার। এ ছাড়া বিশ্রামে রাখা হয়েছে আলজারি জোসেফকে। এ দুজনের বদলে দলে ফিরেছেন ওশেন থমাস ও জনসন চার্লস।
হেটমায়ার সবশেষ কিছুদিন ধরে রান খরায় ভুগছেন। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি ম্যাচের একটিতে করেছেন ২ রান, অন্যটিতে ১ রান রান। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সাকল্যে করেছেন ৪৪ রান। তার জায়গায় ফেরানো হয়েছে সবশেষ ভারতের বিপক্ষে খেলা চার্লসকে।
এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী মাসের সিরিজ সামনে রেখে বিশ্রাম দেওয়া হয়েছে জোসেফকে। দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী মাসে অস্ট্রেলিয়া যাবে উইন্ডিজ। ১৭ জানুয়ারি অ্যাডিলেডে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে সিরিজটি। ওই সিরিজের জন্য নিজেকে প্রস্তুত রাখতেই জোসেফকে বিশ্রামে রেখেছে উইন্ডিজ। এই পেসারের জায়গায় পরের দুটি ম্যাচের জন্য সুযোগ পেয়েছেন থমাস। পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে রোভমান পাওয়েলের দল।
উইন্ডিজ দল : রোভমান পাওয়েল (অধিনায়ক), শাই হোপ, জনসন চার্লস, রোস্টন চেজ, ম্যাথিউ ফোর্ড, জ্যাসন হোল্ডার, আকিল হোসেন, ব্রেন্ডন কিং, কাইল মেয়ার্স, গুদাকেশ মতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড, রোমারিও শেইফার্ড, ওশেন থমাস।