প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩ ২২:০৬ পিএম
বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ছিলেন না কাইল জেমিসন। ঝুঁকি এড়াতে বাড়তি সতর্কতা হিসেবে শেষ দুই ম্যাচ থেকেও তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, হ্যামস্ট্রিকের চোটে ভুগছেন জেমিসন। যে কারণে ওয়ানডে সিরিজে খেলবেন না তিনি। পর্যাপ্ত বিশ্রাম শেষে টি-টোয়েন্টিতে যোগ দেবেন জেমিসন।
নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড জানিয়েছেন, ‘সামনে অনেক ক্রিকেট খেলতে হবে। আমরা চাই না জেমিসন ঝুঁকিতে পড়ুক। ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণার সময় চেয়েছিলাম দলে তরুণদের প্রাধান্য থাকুক।’
জেমিসনের জায়গায় দলে ডাক পেয়েছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা ভিনসেন্ট বেন সিয়ার্স। আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৪টায় নেলসনে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। প্রথম ওয়ানডেতে জিতে এগিয়ে আছে নিউজিল্যান্ড।