× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুবাদের সাহস দিলেন সিনিয়র ক্রিকেটাররা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩ ২০:৪৮ পিএম

যুবাদের সাহস দিলেন সিনিয়র ক্রিকেটাররা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে খেললেও চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। ২০১৯ সালে ভারতের কাছে স্বপ্নভঙ্গ হয়েছিল তরুণ টাইগারদের। এবার তাদের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল সংযুক্ত আরব আমিরাত। সুযোগ এসেছে চার বছর আগের ক্ষতে প্রলেপ লাগানোর।  রবিবার মহারণের আগে উত্তরসূরিদের উজ্জীবিত করতে বিশেষ ভিডিওবার্তা দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

নকআউট পর্বে এলেই কেমন জানি খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। যদিও ভারতের বিপক্ষে সেই ‘জুজু’তে শতভাগ পাস জুনিয়র টাইগাররা। টুর্নামেন্টে টানা চার ম্যাচের চারটিতে জেতা যুবাদের সামনে প্রথমবারের মতো এশিয়া কাপ জেতার সুবর্ণ সুযোগ। ম্যাচটির আগেই নিউজিল্যান্ড থেকে তরুণদের সাহস জুগিয়েছেন সিনিয়র ক্রিকেটাররা।

জাতীয় দলের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘সবাইকে শুভকামনা। তোমরা খুবই ভালো খেলেছ এবং কোচিং স্টাফের সবাই অনেক হার্ডওয়ার্ক করেছে। খুব ভালো একটা পজিশনে বাংলাদেশ দল। আরেকটা স্টেপ (ফাইনাল)। এখানে কীভাবে ভালো খেলে বাংলাদেশকে একটা ট্রফি উপহার দিতে পারি! গত কয়েক মাস তোমরা কঠোর পরিশ্রম করেছ। তোমাদের জন্য শুভকামনা।’

উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম বলেন, ‘আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ফাইনালে তোমরাই জিতবে এবং আমি মনে করি তোমরা ডিজার্ভ করো জেতা। সবাইকে অনেক অনেক শুভকামনা।’

২০২০ সালে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। তবে বাংলাদেশের যুবাদের কখনও জেতা হয়নি এশিয়া কাপ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে নকআউট পর্বেই বারবার থেমে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পথচলা। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী ক্রিকেটার তাওহীদ হৃদয় বলেন, ‘অভিনন্দন ছেলেরা। আশা করি তোমরা এশিয়া কাপটা জিততে পারবে। সবচেয়ে বড় কথা আমরা বিশ্বকাপ জিতেছি, কিন্তু এশিয়া কাপ জিতিনি। এশিয়া কাপের সেমিফাইনালে আমরা হেরে গিয়েছিলাম। আশা করি এবার তোমরা এশিয়া কাপের ফাইনালে জিতবে, ইনশাআল্লাহ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা