× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শান্ত’র ক্যাপ্টেন্সিতে মুগ্ধ আশরাফুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩ ১৮:০৩ পিএম

শান্ত’র ক্যাপ্টেন্সিতে মুগ্ধ আশরাফুল

বিশ্বকাপ শেষে অধিনায়কত্ব করবেন না এমনটাই জানিয়েছিলেন সাকিব আল হাসান। টুর্নামেন্ট শেষ হলেও এখন পর্যন্ত তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে বহাল আছেন দেশসেরা অলরাউন্ডার। তবে জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মনে করেন, এখনই উপযুক্ত সময় সাকিবের ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ানোর। শুক্রবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাকিবের অধিনায়কত্ব নিয়ে কথা বলেছেন আশরাফুল। সাবেক লিজেন্ডের মতে, নেতৃত্ব থেকে সরিয়ে সাকিবকে স্বাধীনভাবে খেলতে দেওয়া উচিত।

ক্যাপ্টেন্সি এবং ভালো খেলা; অনেকেই বিষয়টি মানিতে নিতে পারেন না। ভারমুক্ত থেকে সাধারণ খেলোয়াড় রাতারাতি তারকা বনে গেছেন। তার উপযুক্ত উদাহরণ বিরাট কোহলি। বিশ্বকাপের ১৩তম আসরে সর্বোচ্চ রানের মালিক ছিলেন তিনি। আশরাফুল সম্ভবত এসব কারণ বিবেচনা করেই অভিমত ব্যক্ত করেছেন। বলেন, ‘সাকিব যদি ক্যাপ্টেন্সি করতে চায় ভালো। তবে বিশ্বকাপে যাওয়ার আগে সে বলেছিল, আসর শেষে আর এক দিনও ক্যাপ্টেন্সি করবেন না। আমার মনে হয় এই ইস্যুতে (অধিনায়কত্ব) আমাদের জোর না করাই উচিত। তাকে একদম ফ্রি খেলতে দেওয়া উচিত। সে রাজনীতিও করে, ব্যস্ত থাকবে।’ 

আশরাফুল বলেন, ‘খেলার সময়টা সাকিব উপভোগ করুক। সেটা দেশের জন্যই ভালো। অধিনায়কত্ব তার জন্য আলাদা একটা চাপ হয়ে যাবে। সে এতটা সময়ও দিতে পারবে না।’

সাকিবের অনুপস্থিতিতে দলের ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করছেন নাজমুল হাসান শান্ত। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে নেতৃত্ব দিয়েছেন তিনি। অল্প সময়ে শান্তর অধিনায়কত্ব দেখে তৃপ্ত আশরাফুল। সাবেক অধিনায়কের মতে, শান্তর হাতেই অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া উচিত। বলেন ‘যেহেতু ছয় মাস পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। টেস্ট সিরিজটা দেখলাম, বিশ্বকাপে দুটি ম্যাচে এবং বিশ্বকাপে যাওয়ার আগে নিউজিল্যান্ডের সঙ্গে একটি ম্যাচে অধিনায়কত্ব করেছেন শান্ত। অধিনায়কত্বটা ভালোই উপভোগ করছে। এমন একজনকেই অধিনায়কত্ব দেওয়া উচিত।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা