× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পার্থ টেস্ট

‘গুড মর্নিং মিচেল, এটি তোমার জন্য’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩ ১৪:৩৬ পিএম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩ ১৪:৩৭ পিএম

সেঞ্চুরির পর উদযাপনের সময় ডেভিড ওয়ার্নারের উড়ুন্ত চুমুর এই ছবিটি এখন আলোচনায়। ছবি: ক্রিকইনফো

সেঞ্চুরির পর উদযাপনের সময় ডেভিড ওয়ার্নারের উড়ুন্ত চুমুর এই ছবিটি এখন আলোচনায়। ছবি: ক্রিকইনফো

পার্থ টেস্টে মাঠে নামার আগে ডেভিড ওয়ার্নারকে নিয়ে কী ঝড়ই না তুললেন তারই সতীর্থ সাবেক পেসার মিচেল জনসন। পাকিস্তানের বিপক্ষে দলে নেওয়াতে ওয়ার্নার এমনকি প্রধান নির্বাচক জর্জ বেইলিরও সমালোচনা করেন তিনি। তবে এতকিছুর পরও জনসনকে কিছু বলেননি ওয়ার্নার। হয়ত ব্যাট হাতে মাঠেই জবাবটা দিতে চেয়েছিলেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টের লাঞ্চের আগেই সেঞ্চুরির আভাস দিয়ে মাঠ ছাড়েন ওয়ার্নার। ৭২ রানের অপরাজিত ছিলেন তিনি। এরপর বিরতির পর ফিরে দ্রুতই তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরি। ওই সেঞ্চুরির পরই ভিন্ন উদযাপন করেছেন তিনি। সেঞ্চুরির পর তার উড়ন্ত চুমুর ছবি রীতিমত ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়।

অনেকেই ধরে নিয়েছেন চুমুটা তিনি জনসনকেই দিয়েছেন। সমালোচনার জবাবে এর চেয়ে ভালো কী হতে পারে। সামজিক যোগাযোগমাধ্যমে কেউ আবার পাল্টা সমালোচনা করতে ছাড়েননি জনসনকে নিয়ে। টুইটারে মেনশন করে অনেকেই খোঁচা দিয়েছেন সাবেক পেসারকে। ক্রিকইনফোর কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘গুড মর্নিং মিচেল, এটি তোমার জন্য।’ অন্য একজন লিখেছেন, মিচেল আপনি ঠিক আছেন তো? এরকমই বিভিন্ন কমেন্ট-পোষ্টে ছেয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমের পেজগুলো।

এই রিপোর্ট লেখার সময় ৬৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৮৭ রান তুলেছে অস্ট্রেলিয়া। ওয়ার্নার অপরাজিত আছেন ১৪৮ রানে। তাই ওয়ার্নারের উড়ন্ত চুমুর রহস্য জানা যায়নি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা