× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যথা থেকেই অনুপ্রেরণা নেবে নিউক্যাসল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩ ১৪:০৩ পিএম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩ ১৪:০৪ পিএম

সেন্ট জেমস পার্কে বুধবার রাতে সমর্থকেরা এভাবেই সমর্থন করে গেছেন নিউক্যাসল ইউনাইটেডকে। হারার পরও অনেকটা সময় তারা দারুণ একটা পরিবেশ সৃষ্টি করে রেখেছিলেন স্টেডিয়ামে। ছবি: টুইটার

সেন্ট জেমস পার্কে বুধবার রাতে সমর্থকেরা এভাবেই সমর্থন করে গেছেন নিউক্যাসল ইউনাইটেডকে। হারার পরও অনেকটা সময় তারা দারুণ একটা পরিবেশ সৃষ্টি করে রেখেছিলেন স্টেডিয়ামে। ছবি: টুইটার

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় উঠতে ব্যর্থ হয়েছে নিউক্যাসল ইউনাইটেড। বুধবার রাতে এসি মিলানের বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-১ গোলে হেরেছে ম্যাগপিসরা। তাই পয়েন্ট টেবিলের তলানীতে থেকে বিদায় নিতে হয়েছে প্রিমিয়ার লিগের বিস্ময় নিউক্যাসলকে। তবে এই হতাশা কিংবা ব্যথাকেই আগামী দিনের জন্য অনুপ্রেরণা হিসেবে নিতে শিষ্যদের বার্তা দিয়েছেন দলটির প্রধান কোচ এডি হাওয়ি।

গত মৌসুমে সৌদি মালিকানায় যাওয়ার পর থেকেই ঘুরে দাঁড়ায় নিউক্যাসল। তাতে বড় অবদান রয়েছেন প্রধান কোচ হাওয়ির। পয়েন্ট টেবিলের অনেকটা দূরে ছিল নিউক্যাসল, সেখান থেকে সেরা চারে নিয়ে আসা এবং চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করায় তার অবদান অনস্বীকার্য। ২০০২-০৩ মৌসুমের পর এই প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে খেলল নিউক্যাসল। গতরাতে ইতিহাস গড়ার পথেই ছিল নিউক্যাসল। হাতছানি ছিল নকআউটে ওঠারও।

সেন্ট জেমস পার্কে ৩৩ মিনিটে জোয়েলিন্টনের গোলে লিড নেয় নিউক্যাসল। তবে দ্বিতীয়ার্ধে গিয়ে যেন খেই হারিয়ে ফেলে ম্যাগপিসরা। হজম করে জোড়া গোল। তাতে শেষ ষোলোয় খেলার আশা নিভে যায় যায়। এই ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে কোচ হাওয়ি বলেছেন, ‘আমি সত্যি হতাশ, এটা মেনে নেওয়া কঠিন। তবে খেলোয়াড়েরা অনেক কিছু শিখেছে, আমরাও শিখেছি। আমরা আমাদের স্কোয়াডের শক্তি সম্পর্কে জানতাম। কিন্তু আমরা আমাদের শক্তিমত্তার প্রকাশ ঘটাতে পারিনি সেভাবে। এছাড়া ইনজুরির কারণে আমরা কিছু খেলোয়াড়কে পাইনি। এটির মূল্য দিতে হয়েছে আমাদের।’

নিউক্যাসল ইউনাইটেডের প্রধান কোচ এডি হাওয়ি। ছবি: টুইটার

তবে যা হয়েছে তা নিয়ে পড়ে থাকতে চান না হাওয়ি। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়লেও প্রিমিয়ার লিগের সেরা চারের মধ্যে থাকতে পারলে আগামী মৌসুমে আবার এই প্রতিযোগিতায় ফিরতে পারবে ম্যাগপিসরা। তাছাড়া চলতি মৌসুমে লিগ শিরোপা জয়ের দৌড়েও টিকে আছে তারা। তাই আপাতত সব মনোযোগ প্রিমিয়ার লিগে। সেটিই বললেন হাওয়ি, ‘আমি খেলোয়াড়দের কষ্ট বুঝতে পারি। আমি দেখেছি তারা কতটা পরিশ্রম করেছে। তারা কতটা প্রতিজ্ঞাবদ্ধ ছিল সেটাও জানি। তারা পেশাদার, তারা সাফল্য চায়, তাই এই পরাজয় তাদের জন্য বেদনাদায়ক। তবে সবসময় আপনি যা চাইবেন সেটা পাবেন না। এটাই নিয়তি। তবে বিপর্যয়ে হতাশাকে ঘুরে দাঁড়ানোর জ্বালানি হিসেবে ব্যবহার করতে হবে। আপনি আজকে যেই ব্যথা পেয়েছেন সেটিকে আগামীকালের অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করতে জানতে হবে। আমাদের এখন প্রিমিয়ার লিগে মনোনিবেশ করতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা