× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বক্সিং ডে টেস্টে ওয়ার্নকে স্মরণ করা হবে যেভাবে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩ ২০:০৮ পিএম

বক্সিং ডে টেস্টে ওয়ার্নকে স্মরণ করা হবে যেভাবে

স্বাস্থ্য সচেতনতা বাড়াতে শেন ওয়ার্ন লিগ্যাসি (এসডব্লিউএল) নামের একটি ফাউন্ডেশন গঠন করেছেন কিংবদন্তি শেন ওয়ার্নের সন্তানরা। এসডব্লিউএলের সঙ্গে এমসিজিতে বক্সিং ডে টেস্টে যৌথভাবে দারুণ উদ্যোগ নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দর্শকদের বিনামূল্যে হৃৎপিণ্ডের পরীক্ষা করানোর উদ্যোগ নিয়েছে তারা। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে কিংবদন্তি ওয়ার্নকে স্মরণ করতেই এমন উদ্যোগ।

এমসিজিতে গত বছরও স্মরণ করা হয়েছিল ওয়ার্নকে। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ম্যাচে কিছুক্ষণের জন্য খেলা বন্ধ করা হয়েছিল। এবারও সমর্থকদের সাদা ফ্লপি হ্যাট তুলে ধরতে অনুরোধ করা হয়েছে। 

ম্যাচের প্রথম চার দিন এমসিজির বিভিন্ন জায়গায় ২৩টি হেলথ স্টেশন স্থাপন করা হবে। সেখানে সমর্থকরা বিনামূল্যে চার মিনিটের পরীক্ষার ভেতর দিয়ে যেতে পারবেন। এ উদ্যোগ প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি বলেন, ‘এসডব্লিউএলের সঙ্গে যৌথভাবে এ উদ্যোগ নিতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে হৃৎপিণ্ডের স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়বে।’ শেন ওয়ার্ন লিগ্যাসির প্রধান নির্বাহী হেলেন নোলান বলেছেন, ‘ওয়ার্নের পুরো পরিবারের জন্য এটি অনেক তাৎপর্যের।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা