প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩ ২৩:৩৮ পিএম
এএফসি কাপ থেকে বিদায়ঘন্টা বাজল বসুন্ধরা কিংসের। সোমবার (১১ ডিসেম্বর) স্বাগতিক ওড়িশা এফসির কাছে ১-০ গোলে হেরেছে দলটি। এই হারে এএফসি কাপের আন্তঃআঞ্চলিক প্লে অফ সেমিফাইনালের স্বপ্নভঙ্গ হল দলটির। অথচ ড্র করলেই পরের ধাপে পৌছানোর সুযোগ ছিল কিংসের।
ভারতের ভূবনেশ্বরে ওড়িশার বিপক্ষে ম্যাচে প্রথমার্ধের যোগ করা সময়ে আশরোর গফুরভ লাল কার্ড পাওয়ায় ১০ জনের দলে পরিণত হয় কিংস। একজন কম নিয়ে বাকি সময় স্বাগতিকদের আটকে রাখতে পারেনি তারা। ম্যাচের ৬১ মিনিটে কর্ণার থেকে ওড়িশার বিদেশি ফুটবলার এম ফল বক্সের মধ্যে লাফিয়ে হেডে গোল করেন। আর এই গোলই সর্বনাশ ডেকে আনে কিংসের। দুদলের প্রথম দেখায় স্বাগতিক কিংসের মাঠে ৩-২ ব্যবধানে হেরেছিল ওড়িশা। ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে পরবর্তী রাউন্ডে জায়গা করে নিল ভারতের ক্লাবটি ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে ভারতের ঐতিহ্যবাহী দল মোহন বাগান হয়েছে তৃতীয়। তাদের ঝুলিতে ৭ পয়েন্ট।