প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩ ২২:১৪ পিএম
চরম অস্থিরতা পাকিস্তান ক্রিকেটে। বিশ্বকাপে ব্যর্থতার জেরে পাইকারি ধরে পরিবর্তন আসে দেশটির ক্রিকেটে। কোচ-অধিনায়ক থেকে শুরু করে ডিরেক্টর পদেও ছাঁটাই হয়েছে। ক্রিকেটের এমন কঠিন মুহূর্তে পিসিবি সভাপতিসহ বোর্ড কমিটিকে তলব করেছে দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার।
সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। পিসিবি প্রধান জাকা আশরাফ এবং অন্য বোর্ড পরিচালকদের সঙ্গে প্রধানমন্ত্রীর সূচি নির্ধারণ করা ছিল। ধারণা করা হচ্ছে, ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের উন্নয়ন নিয়ে কাকার সঙ্গে কথা বলবেন পিসিবির কর্মকর্তারা। বৈঠকে পাকিস্তান ক্রিকেটের নির্বাচন প্রক্রিয়া নিয়েও আলোচনা হতে পারে।