প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩ ২২:০৯ পিএম
সম্প্রতি আট ইউরোর একটি নোট উন্মুক্ত করেছে নেদারল্যান্ডস। সেখানে ডেনিস বার্গক্যাম্পের ছবি প্রকাশ করা হয়েছে। একটি ছিল তার স্থিরচিত্র। অন্যটি ১৯৯৮ সালের ৪ জুলাই ফিফা বিশ্বকাপে গোলের ছবি। মুদ্রায় ডাচ তারকার স্বাক্ষরও যুক্ত করা হয়েছে।
বিশ্বকাপের সেই আসরে দুর্দান্ত এক গোলে আর্জেন্টিনার বিদায় ঘণ্টা বাজিয়েছিলেন বার্গক্যাম্প। ম্যাচটি এখনও ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। নেদারল্যান্ডসের অর্থ বিভাগ সেই স্মৃতি ফিরিয়ে আনল মুদ্রায় ছবি প্রকাশ করে।
বিশ্বকাপের সেই ম্যাচটিতে আরও নাটকীয়তা ছিল। আর্জেন্টিনার এরিয়েল ওর্তেগা ও নেদারল্যান্ডসের আর্থার নুমান মাঠ ছেড়েছিলেন লাল কার্ড দেখে। তবে সবকিছু ছাপিয়ে মুখ্য হয়ে উঠেছিল বার্গক্যাম্পের গোল। আর তার প্রতি সম্মান জানাতেই ২৫ বছর পরে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিল দেশটি।