প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩ ২২:০৩ পিএম
পরের বছর দিবা-রাত্রির টেস্ট খেলবে না ভারত। এ ধরনের টেস্ট আয়োজন করতে খুব একটা উদ্যোগী নয় ভারত ক্রিকেট বোর্ড। দ্রুতই ম্যাচের ফয়সালা হয়ে যাওয়াতে দিন-রাতের টেস্ট না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেয়েদের আইপিএলের নিলামে উপস্থিত হয়ে এ বিষয়ে কথা বলেছেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ, ‘মানুষের মধ্যে গোলাপি বলের টেস্ট নিয়ে আগ্রহ বাড়াতে হবে। আপনাদের মনে থাকবে, বেশিরভাগ ম্যাচই দু-তিন দিনের মধ্যে শেষ হয়ে গেছে। প্রত্যেকে চায় টেস্ট ম্যাচ গড়াক চার-পাঁচ দিন। যদি সেই ব্যাপারটা নিশ্চিত হয়, তা হলে আমরা আরও বেশি গোলাপি বলের টেস্ট আয়োজন করতে পারি।’
গোলাপি বলের টেস্ট নিয়ে ধীরে এগোনোর পক্ষে জয় শাহ, ‘শেষবার গোলাপি বলের টেস্ট আয়োজন করেছিল অস্ট্রেলিয়া। তার পর থেকে কেউ-ই আগ্রহ দেখায়নি। আমরা ইংল্যান্ডের সঙ্গে দিন-রাতের টেস্ট নিয়ে কথা বলেছিলাম। তবে রাতারাতি হবে না। ধীরে ধীরে এগোতে হবে।’
ভারত চারটি গোলাপি বলের টেস্ট খেলেছে। জিতেছে তিনটি, হেরেছে একটি। শেষবার শ্রীলঙ্কার বিরুদ্ধে বেঙ্গালুরুতে গোলাপি বলের টেস্ট খেলেছিল তারা। সেই ম্যাচও শেষ হয়েছিল তিন দিনে। নারী দল গোলাপি বলের টেস্ট খেলেছে কেবল অস্ট্রেলিয়ার বিপক্ষে।