প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩ ১২:৪৬ পিএম
সুনিল গাভাস্কার ও জশস্বী জয়সওয়াল। ছবি: সংগৃহীত
ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালের প্রশংসা করেছেন কিংবদন্তি ক্রিকেটার সুনিল গাভাস্কার। তার মধ্যে সব ফরম্যাটের সম্ভাবনা দেখেন বলে জানিয়েছেন ভারতীয় গ্রেট। রবিবার দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যকার প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। ম্যাচ পরিত্যক্তের পর একটি টিভি চ্যানেলের সঙ্গে কথা বলার সময় জয়সওয়ালকে নিয়ে নিজের অভিমত ব্যক্ত করেছেন করেছেন গাভাস্কার।
২০২৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দারুণ একটি মৌসুম কাটিয়েছেন জয়সওয়াল। আসরে ১৪ ম্যাচে ৬২৫ রান করে এরপর জাতীয় দলে ডাক পান বাঁহাতি এই ব্যাটার। যেখানে তার স্ট্রাইকরেট ছিল ১৬৩ দশমিক ৬১। আগের দুই মৌসুমে তার স্ট্রাইকরেট ছিল যেখানে ১৩২ দশমিক ৯৯ এবং ১৪৮ দশমিক ২১। এটা তাই বলাই যায় ব্যাটিংয়ে অনেক উন্নতি করেছে ২১ বছর বয়সী তরুণ।
ভারতের জার্সিতে অভিষেকের পর থেকে ১৩ টি-টোয়েন্টিতে ৩৩ দশমিক ৬৩ ব্যাটিং গড়ে ৩৭০ রান করেছেন জয়সওয়াল। যেখানে তার স্ট্রাইকরেট ছিল ১৬৩ দশমিক ৭১। ইতোমধ্যেই ভারতের হয়ে টি-টোয়েন্টিতে একটি সেঞ্চুরি এবং দুটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি।
জয়সওয়ালের এমন পরিসংখ্যানে মুগ্ধ হয়ে তাকে সাহসী এবং দারুণ প্রতিভাবান বলে অভিহিত গাভাস্কার স্টার স্পোর্টসকে বলেন, ‘যশস্বী একজন দুর্দান্ত প্রতিভা। বাঁহাতি ব্যাটার হওয়াতে তাকে কাজে লাগানো যেতে পারে, সে দলের ফ্যাক্টর হবে। সে একজন সতেজ ও সাহসী ওপেনার।’
এদিকে ভারতের হয়ে ইতোমধ্যে টেস্ট অভিষেক হয়ে গেছে জয়সওয়ালের। দুটি ম্যাচে যেখানে তিনি নিজের প্রতিভার জানান দিয়েছেন। একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরির কল্যাণে ৮৮ দশমিক ৬৬ গড়ে ২৬৬ রান করেছেন তিনি। লাল বলের ক্রিকেটে জয়সওয়ালকে আর পরীক্ষিত বলে মনে হয়ে গাভাস্কারের, ‘সে শুধু বলটা দেখে এরপর হিট করে। এটি সে খুব ভালোভাবে করে থাকে। টেস্ট ক্রিকেটে ইতোমধ্যে সে একটি সেঞ্চুরিও পেয়েছে। এ কারণেই বলছি, সে ভারতের সব ফরম্যাটের জন্য একজন সম্ভাবনাময়ী ক্রিকেটার।’