× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোহিতের প্রশংসায় যা বললেন গাম্ভীর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩ ১৫:০৯ পিএম

রোহিত শর্মা। ছবি: সংগৃহীত

রোহিত শর্মা। ছবি: সংগৃহীত

ঘরের মাঠে সদ্য শেষ হওয়া বিশ্বকাপে অপরাজিত থেকে ফাইনালে উঠেছিল ভারত। তবে আহমেদাবাদের সেই ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বপ্ন ভঙ হয় রোহিত শর্মাদের। ওই ম্যাচের পর থেকে দেশটির অনেকেই সমালোচনা করছেন অধিনায়ক রোহিত শর্মার। তবে সাবেক ক্রিকেটার গৌতম গাম্ভীর অবশ্য প্রশংসাই করেছেন রোহিতের। তার কাছে রোহিতের অধিনায়কত্ব বিশ্বকাপজুড়ে দারুণ ছিল। সঙ্গে এটাও বলেছেন যে, একটি বাজে ম্যাচের কারণে বাজে অধিনায়ক হয়ে যায়নি রোহিত।

ভারতের অধিনায়ক হিসেবে রোহিতকে রাখা উচিত বলে মনে করেন গাম্ভীর। সেজন্য তিনি উদাহরণ টেনেছেন আইপিএলের। মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচটি শিরোপা জিতিয়ে ভারতের অধিনায়ক হয়েছেন রোহিত। যে কারণে অভিজ্ঞতার কোনো ঘাটটি নেই এবং রোহিতকে পরীক্ষিত বলেও মনে হয়েছে গাম্ভীরের। 

সম্প্রতি ভারতের একটি পডকাস্টে গাম্ভীর বলেন, ‘অধিনায়ক হিসেবে অসাধারণ কিছু করেছে রোহিত। আইপিএলে ৫টা শিরোপা জেতা সহজ কথা নয়। তার অধীনে এই বিশ্বকাপে দুর্দান্ত খেলেছে ভারত। যদিও ফাইনালে হেরে গেছে। কিন্তু একটা বাজে ম্যাচের জন্য সে খারাপ অধিনায়ক হয়ে যায়নি। আমরা তার অধিনায়কত্বকে বাজে বলতে পারি না। এটি বলা উচিত হবে না। ’ 

এদিকে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দল গোছাতে শুরু করে দিয়েছে ভারত। চলতি বছরে এখনও একটিও টি-টোয়েন্টি ম্যাচ খেলা রোহিত সেই পরিকল্পনায় আছেন কিনা সেটি পরিষ্কার নয়। তবে দক্ষিণ আফ্রিকায় ভারতের টি-টোয়েন্টি সিরিজ থেকে তাকে বিশ্রামে রাখা হয়েছে। রোহিতের টি-টোয়েন্টি খেলা নিয়ে অবশ্য তার পক্ষেই দাঁড়ালেন গাম্ভীর। তার মতে রোহিতকে এখনই বুড়োদের কাতারে ফেলা ঠিক হবে না, ‘রোহিত যদি ওর সেরা ফর্মে থাকে তবে অবশ্যই ওকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলানো উচিত। এমনকি অধিনায়ক হিসেবেই তাকে দলে রাখাটা ভালো হবে। আর বয়সের মানদণ্ডে কাউকে বাদ দেওয়ার পক্ষে আমি নই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা