× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোনালদোর আরও একটি মাইলফলক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩ ১১:৩৭ এএম

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩ ১১:৫৭ এএম

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

বয়সটা ৩৮ ছাড়িয়েছে বলে অনেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ারকে দেখেন পড়ন্ত বেলায়। যদিও মাঠের রোনালদোকে দেখে বয়স দিয়ে বিবেচনা করার সুযোগ নেই। সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর গোলের মধ্যেই আছেন তিনি। এ মৌসুমে ১৫ ম্যাচে ১৬ গোল করে সৌদি প্রো লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন পর্তুগিজ তারকা। তবে শুক্রবার রাতের ম্যাচটি রোনালদোর জন্য ছিল বিশেষ উপলক্ষ। পেশাদার ক্যারিয়ারের ১২০০তম ম্যাচটি খেলেছেন সিআর সেভেন। আল রিয়াদের বিপক্ষে গোল ও অ্যাসিস্ট করে মাইলফলকের ম্যাচটি স্মরণীয় করে রেখেছেন আল নাসর ফরোয়ার্ড। 

এর আগে ১ হাজারতম ম্যাচটি খেলেছিলেন ২০২০ সালের ফেব্রুয়ারিতে। সিরি’আতে জুভেন্টাসের বিপক্ষে সেই ম্যাচেও গোল করেছিলেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। মাইলফলকের ম্যাচে প্রায় সময়ই দারুণ পারফর্ম করেন পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী।

গত জুনে আইসল্যান্ডের বিপক্ষে পর্তুগালের হয়ে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে এটি কোনো খেলোয়াড়ের সর্বোচ্চসংখ্যক ম্যাচে উপস্থিতির রেকর্ড। এ ছাড়া ১২৮টি আন্তর্জাতিক গোল করে সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন সিআর সেভেন। সব মিলিয়ে ক্যারিয়ারে ৮৫০টি গোল আছে তার নামের সঙ্গে।

তবে এত কিছু অর্জনের পরও এখানেই থামতে চান না রোনালদো। আরও অনেক কাজ বাকি আছে বলে জানালেন। ১২০০তম ম্যাচ খেলার পর ইনস্টাগ্রাম পোস্টে রোনালদো লিখেছেন, ‘আরও ৩ পয়েন্ট! সতীর্থদের ধন্যবাদ, যারা আমাকে ১২০০তম ম্যাচে পৌঁছাতে সাহায্য করেছেন। তবে এখনও অনেক কিছু করার বাকি আছে।’

তবে ১৩৮৭টি ম্যাচ খেলে প্রতিযোগিতামূলক পেশাদার ফুটবলে সর্বোচ্চ উপস্থিতির রেকর্ডটি ধরে রেখেছেন সাবেক ইংল্যান্ড গোলরক্ষক পিটার শিলটন।

কোন ক্লাবের বিপক্ষে কত ম্যাচ খেলেছেন রোনালদো : স্পোর্টিং লিসবন (৩১ ম্যাচ), ম্যানচেস্টার ইউনাইটেড (৩৪৬ ম্যাচ), রিয়াল মাদ্রিদ (৪৩৮ ম্যাচ), জুভেন্টাস (১৩৪ ম্যাচ), আল নাসর (৪৬ ম্যাচ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা