× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুশর বেশি লিড চায় বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩ ২৩:৩৯ পিএম

ছোট ছোট উত্তরে দেওয়া সংবাদ সম্মেলনে নাঈম নিজের লক্ষ্যও জানিয়েছেন— বিসিবির ভিডিও থেকে সংগৃহীত

ছোট ছোট উত্তরে দেওয়া সংবাদ সম্মেলনে নাঈম নিজের লক্ষ্যও জানিয়েছেন— বিসিবির ভিডিও থেকে সংগৃহীত

ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষে গ্লেন ফিলিপস বলেছেন, ‘উইকেটে স্পিন আছে, বলও মাঝে মাঝে লাফিয়ে উঠছে— এখানে ব্যাটিং করা কঠিন হবে।’ গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের ব্যাটারের কথাই প্রতিধ্বনিত হয়েছে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসা নাঈম হাসানের কণ্ঠেও।

আলোকস্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষে এই টাইগার প্রতিনিধি জানান, উইকেটে রান তুলতে বেগ পেতে হবে। ম্যাচ জেতার জন্য দুই শতাধিক রানকেই যথেষ্ট মনে করছে বাংলাদেশ শিবির। 

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আলোর ঘাটতির আগে বিপাকে ফেলেছিল ভেজা মাঠ। টানা বৃষ্টি শুক্রবার সকাল ৯টার দিকে থামলেও তৃতীয় দিনের খেলা মাঠে গড়ায় দুপুর ১২টায়। এরপর ১১৭ রান পিছিয়ে থাকা কিউইরা স্বাগতিকদের টপকে লিড নিয়েছে ৮ রানের। ফিলিপসের টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিংয়ে নায়ক বনে যাওয়ার দিনে টাইগারদের আক্ষেপও সেখানে, ‘লিড রাখতে পারলাম না।’

সংবাদ সম্মেলনে নাঈমের কাছে প্রশ্ন ছুটে গেল হতাশ কি না? কিছুটা হতাশা প্রকাশ করলেও ম্যাচের স্টিয়ারিং এখনও বাংলাদেশের হাতেই আছে বলে মনে করছেন এই তরুণ স্পিনার। তার কথায়, ‘আসলে ওরাও তো (নিউজিল্যান্ড) খেলতে এসেছে… লিড পেলে ভালো হতো। তারপরও দিন শেষে আমরা ভালো অবস্থায় আছি। যদি ভালো ব্যাটিং করি, ভালো একটা স্কোর হবে।’

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৩৮ রানেই ২ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। কিউইদের থেকে এগিয়ে আছে ৩০ রানে। হাতে ৮ উইকেট। এ অবস্থায় আর দুশ রান হলেই নিজেদের নিরাপদ মনে করবে বাংলাদেশ! উইকেটের আচরণ ঠিক আছে জানিয়ে নাঈম বলেছেন, ‘যত লম্বা সময় ব্যাটিং করতে পারব আমাদের জন্য তত ভালো হবে। ২০০-২২০ রান করতে পারলে আশা করছি ডিফেন্ড করতে পারব।’

সতীর্থ ব্যাটারদের কাছে নাঈমের চাওয়া যতটা সম্ভব ক্রিজে টিকে থাকা এবং রান করা, ‘যদি ভালো ব্যাটিং করে একটা ভালো স্কোর করতে পারি, তাহলে ইনশাল্লাহ ম্যাচ জিততে পারব। এখন ম্যাচে এগিয়ে আছি, এটা এখন আমাদের ধরে রাখতে হবে।’

একে তো বৃষ্টি, তার ওপর ভেজা পিচ, এবং খেলা গড়িয়েছে চতুর্থ দিনে— উইকেটের আচরণ নিয়ে তবুও চিন্তিত নন নাঈম। খেলা চার দিনে গড়ানোর পরও বাংলাদেশের স্পিনার উইকেটে পরিবর্তন দেখছেন না, ‘উইকেট এখন পর্যন্ত ভালো দেখছি। ব্যাটিংয়ের জন্যও উপযোগী। চ্যালেঞ্জ নিয়ে খেলতে হবে। তবে উইকেট যা-ই হোক আমাদের খেলতে হবে, কোনো অজুহাত দেওয়া যাবে না। এখন যদি ফ্ল্যাট উইকেটে খেলতে বলা হয়, তাহলে কি আমি তখন বলব— ‘না ভাই, ফ্ল্যাট উইকেট দিলে আমি বোলিং করব না?’ ওটা তো বলতে পারব না। এই উইকেটে ব্যাটাররা ব্যাট করছে, রান করছে। আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। উইকেট যেমনই হোক, ভালো সংগ্রহ করতে হবে আর বোলিংয়ে ভালো করতে হবে।’

গতকাল রান করার ‘ব্লুপ্রিন্ট’ যেন দেখিয়ে দিয়েছেন ফিলিপস। অন্য পাশে যখন আসা-যাওয়ার মিছিল তখন মারমুখী ব্যাটিং করে ৮৭ রানের ইনিংস খেলেন এই কিউই ব্যাটার। তার চওড়া ব্যাটে চড়েই লিড পেয়েছে কিউইরা। মিরপুরে চতুর্থ দিনে কি ফিলিপসকে অনুসরণ করা উচিত? এ বিষয়ে নাঈমের চিন্তাটা অবশ্য ভিন্ন, ‘একেকজনের খেলার ধরন একেক রকম। অনেকে লম্বা ব্যাটিং করে কষ্ট করে রান করে, অনেকে আবার মেরে খেলে। একেকজনের গেম প্ল্যান একেক রকম। ও (ফিলিপস) হয়তো সফল হয়েছে কিন্তু পরের দিনও হবে এমন কোনো কথা নেই। কালকে অন্যরকমও হতে পারে।’

ছোট ছোট উত্তরে দেওয়া সংবাদ সম্মেলনে নাঈম নিজের লক্ষ্যও জানিয়েছেন। তাইজুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজের কারণে প্রায়ই আড়ালে চলে যেতে হয়। পারফর্ম করলেও দলে নিয়মিত নন নাঈম। আর সতীর্থদের চেয়ে সুযোগও পান কম। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দেশের জয়কেই বড় করে দেখছেন এই অফস্পিনার, ‘কম বোলিং বিষয় না, দল সবার আগে। দলের প্রয়োজনে যেটা করতে হবে, তাতেই আমি খুশি। দল জিতলে আর কিছু চাওয়ার নেই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা