× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিনিয়রদের বিশ্রামে রেখে বাংলাদেশের বিপক্ষে কিউইদের দল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩ ১৩:৩৮ পিএম

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন টম লাথাম, বিশ্রামে রাখা হয়েছে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে। ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন টম লাথাম, বিশ্রামে রাখা হয়েছে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে। ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বুধবার দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। দলে ডাক পেয়েছেন একঝাক তরুণ ক্রিকেটার। ১৩ সদস্যের দলে সুযোগ পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা অলরাউন্ডার জস ক্লার্কসন, পেসার উইলিয়াম ও’রাউকি এবং লেগ স্পিনার আদি অশোক। 

আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া সিরিজটিতে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে টম লাথামকে। দলের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার পেয়েছেন বিশ্রাম। তারা হলেন- নিয়মিত ওয়ানডে দলের অধিনায়ক কেন উইলিয়ামসন, টিম সাউদি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস ও ডেভন কনওয়ে। 

ইনজুরির কারণে একদিনের সিরিজটি খেলতে পারবেন না মিচেল ব্রেসওয়েল, ম্যাট হেনরি, বেন লিস্টার এবং হেনরি শিপলে। এছাড়া সিরিজ থেকে নিজেকে সরিয়ে দিয়েছেন ট্রেন্ট বোল্ট। 

এদিকে অভিষেকের অপেক্ষায় থাকা অশোক অকল্যান্ডের হয়ে পারফর্ম করে দলে ঢুকেছেন। ইতোমধ্যে আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে তার। ইশ সোধির অবর্তমানে ২১ বছর বয়সী এই লিগ স্পিনারকে দলে ভিড়িয়েছে নিউজিল্যান্ড। ১৮টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ২৪ উইকেটের অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। অভিষেকের অপেক্ষায় থাকা ক্লার্কসন ৬৮টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন তিনি। ২৩ ইনিংসে নিয়েছেন ২৭ উইকেট। 

সিরিজ উপলক্ষে আগামী ১৪ ডিসেম্বর ডানেডিনে পৌঁছাবে বাংলাদেশ। যেখানে ১৭ ডিসেম্বর প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ১৭ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচের ভেন্যু নেলসন। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে নেপিয়ারে, ২৩ ডিসেম্বর।

নিউজিল্যান্ড দল: টম লাথাম (অধিনায়ক), আদি অশোক (প্রথম দুই ম্যাচ), ফিন অ্যালেন, টম ব্ল্যান্ডেল, মার্ক চ্যাপম্যান, জস ক্লার্কসন, জ্যাকব ডাফি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, উইলিয়াম ও’রাউকি, রাচিন রবিন্দ্র, ইশ সোধি (প্রথম ম্যাচ), উইল ইয়ং।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা