× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাধীনতা কাপ

টাইব্রেকারের রোমাঞ্চ শেষে সেমিফাইনালে আবাহনী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩ ২২:৫৬ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩ ২৩:১৮ পিএম

টাইব্রেকারে আবাহনীর জয়ের নায়ক গোলরক্ষক শামীম হোসেনকে নিয়ে সতীর্থদের উল্লাস - ছবি:  আ. ই. আলীম

টাইব্রেকারে আবাহনীর জয়ের নায়ক গোলরক্ষক শামীম হোসেনকে নিয়ে সতীর্থদের উল্লাস - ছবি: আ. ই. আলীম

লড়াইটা হলো জমজমাট। কোয়ার্টার ফাইনালের ম্যাচ বলে কথা। ম্যাচ তো হাড্ডাহাড্ডি হবেই। হলোও তাই। তাই তো গোল না হওয়ায় নির্ধারিত ৯০ মিনিটেও মিটেনি জয়-পরাজয়ের হিসাব। শেষে দুদল গোল পায় অতিরিক্ত সময়ে এসে। কিন্তু ঢাকা আবাহনী এগিয়ে গেলেও সমতায় ফেরে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষ হয় ১-১ গোলের সমতা নিয়ে। ম্যাচের ভাগ্য গড়ায় এবার টাইব্রেকারে। তাতে নাটকীয়তারও দেখা মিলল বেশ। শেষে শ্যুটআউটে ৩-২ গোলের জয়ে স্বাধীনতা কাপের সেমি-ফাইনালে উঠার উৎসবে মাতে আবাহনী।

জোনাথন রেইসকে নিয়ে আবাহনীর ফুটবলারদের গোল উদযাপন - ছবি: আ. ই. আলীম

আজ রবিবার বসুন্ধরা কিংস অ্যারেনায় টাইব্রেকারে আবাহনীর হয়ে জালে বল জড়ান জোনাথন রেইস, ওয়াশিংতন ব্রান্দাও ও মিলাদ শেখ সুলেমান। তবে এমেকা ওগবাহ ও রবিউল হাসানের শট লক্ষ্যভ্রষ্ট হয়। বল উড়াল দেয় ক্রসবারের উপর দিয়ে।

শেখ জামালের হয়ে নির্ভুল নিশানায় লক্ষ্যভেদ করেন ইগর লেইতে ও রাজীব হোসেন।

টাইব্রেকারের জন্য ম্যাচের শেষ মুহূর্তে এসে গোলরক্ষক পাপ্পু হোসেনকে তুলে নেন আবাহনী কোচ আন্দ্রেয়াস ক্রুসিয়ানি। নামান বদলি গোলরক্ষক শামীম হোসেনকে। শামীম কোচের আস্থার প্রতিদান দেন শোখরুখবেন খোলমাতোভ ও শাকিল হোসেনের শট রুখে দিয়ে।

আর শেখ জামালের ফয়সাল আহমেদ ফাহিম তো বল পাঠিয়ে দেন পোস্টের অনেক বাইরে দিয়ে। তার আগে গতকাল প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশকে ২-১ গোলে হারিয়ে শেষ চারের টিকিট কেটেছে রহমতগঞ্জ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা