× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউরো ২০২৪ ড্র : জার্মানির গ্রুপে স্কটল্যান্ড, ইংল্যান্ডের গ্রুপে পড়েছে ডেনমার্ক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩ ১৩:১৩ পিএম

ইউরো ২০২৪ ড্র : জার্মানির গ্রুপে স্কটল্যান্ড, ইংল্যান্ডের গ্রুপে পড়েছে ডেনমার্ক

ইউরো টুর্নামেন্টে পরপর দুবার বাছাই পেরল স্কটল্যান্ড। এর আগে ১৯৯৬ সালে দলটি এই আসরের মূলপর্বে উঠতে ব্যর্থ হয়েছিল। তবে জার্মানিতে অনুষ্ঠেয় ২০২৪ সালের ইউরোতে স্বাগতিক দেশের গ্রুপে পরেছে স্কটল্যান্ড। গ্রুপ ‘এ’ বাকি দুটি দল হাঙ্গারি ও সুইজারল্যান্ড। শনিবার জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত হয় ২০২৪ সালের এই ড্র।

এদিকে ‘বি’ গ্রুপে স্পেনের সঙ্গে রয়েছে ক্রোয়েশিয়া, ইতালি ও আলবানিয়া। যেটিকে ইতোমধ্যে ‘গ্রুপ অব ডেথ’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। স্পেনের জন্য আসরটি ভীষণ চ্যালেঞ্জিং হবে বলেই মনে করেন অনেকে। কেননা ইউরোপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি এবং পরাশক্তি ক্রোয়েশিয়াকে মোকাবিলা করে উঠতে হবে নকআউটে। সে হিসেবে কিছুটা সহজ গ্রুপে পড়েছে বর্তমান ইউরো রানার্সআপ ইংল্যান্ড। ‘সি’ গ্রুপ থেকে ইংলিশরা মোকাবিলা করবে স্লোভেনিয়া, ডেনমার্ক ও সার্বিয়াকে।

প্লে অফের খেলা বাকি থাকায় ‘ডি’ গ্রুপে নেদারল্যান্ডস, অস্ট্রিয়া এবং ফ্রান্সের সঙ্গে অন্য দলটি এখনও নিশ্চিত নয়। প্লে অফের ‘এ’ গ্রুপ থেকে পোল্যান্ড, ওয়েলস, ফিনল্যান্ড, এস্তোনিয়ার মধ্যে থেকে যে কোনো একটি দলটি যোগ দেবে এই গ্রুপে। বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্সের জন্য গ্রুপটি কঠিন হিসেবেই দেখা হচ্ছে। এই গ্রুপে রয়েছে ইউরোপের দুই পরাশক্তি নেদারল্যান্ডস ও অস্ট্রিয়া।

বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়ার সঙ্গে ‘ই’ গ্রুপে যোগ দেবে ‘বি’ গ্রুপ থেকে প্লে অফে উত্তীর্ণ দল। এছাড়া ‘সি’ গ্রুপের প্লে অফের থেকে উত্তীর্ণ দলটি যোগ দেবে ‘এফ’ গ্রুপে। এই গ্রুপে বাছাইপর্ব পেরিয়ে ইতোমধ্যে নাম লিখিয়েছে পর্তুগাল, চেক রিপাবলিক এবং তুরস্ক। 

ইউরো ২০২৪ এর মূলপর্বে কে কোন গ্রুপে

‘এ’ গ্রুপ: জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গারি, সুইজারল্যান্ড।

‘বি’ গ্রুপ: স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, আলবানিয়া।

‘সি’ গ্রুপ: স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া, ইংল্যান্ড।

‘ডি’ গ্রুপ: নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ফ্রান্স এবং প্লে অফ বিজয়ী- এ।

‘ই’ গ্রুপ: বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া এবং প্লে অফ বিজয়ী- বি। 

‘এফ’ গ্রুপ: তুরস্ক, পর্তুগাল, চেক রিপাবলিক এবং প্লে অফ বিজয়ী- সি।

প্লে অফে যারা খেলবে

প্লে অফ- এ: পোল্যান্ড, ওয়েলস, ফিনল্যান্ড, এস্তোনিয়া।

প্লে অফ- বি: ইসরায়েল, বসনিয়া, ইউক্রেন, আইসল্যান্ড।

প্লে অফ- সি: জর্জিয়া, গ্রিস, কাজাখস্তান, লুক্সেমবুর্গ।

উল্লেখ্য, আসরটি মাঠে গড়াবে ২০২৪ সালের ১৪ জুন। উদ্বোধনী ম্যাচে সেদিন স্বাগতিক জার্মানিকে মোকাবিলা করবে স্কটল্যান্ড। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা