× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের স্পিন বন্দনায় উইলিয়ামসন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩ ২০:৫৪ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩ ২২:৩৯ পিএম

বাংলাদেশের স্পিন বন্দনায় উইলিয়ামসন

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের সেরা অর্জন কেন উইলিয়ামসনের উইকেট। শতক ছুঁয়ে ভিন্ন লক্ষ্যে পা দেওয়ার আগেই নিউজিল্যান্ড ব্যাটারকে ফেরান তাইজুল ইসলাম। মূলত শেষ সেশনে স্পিনারদের ঘূর্ণিতে পথ হারায় কিউইরা। ম্যাচের মোড়ও ঘুরে যায় তাতে। টাইগারদের লিড পাওয়ার সম্ভাবনাও উজ্জ্বল হয়। দিনশেষে স্বাগতিক দলের দারুণ প্রশংসা করেছেন উইলিয়ামসন। 

প্রথম দিন উইকেট ব্যাটিংবান্ধব থাকলেও দ্বিতীয় দিনে বিরুদ্ধাচরণ শুরু করে। পিচের এমন আচরণ অবশ্য প্রত্যাশিতই ছিল টানা চার টেস্টে সেঞ্চুরি হাঁকানো উইলিয়ামসনের, ‘পিচ বদলেছে। সেটি প্রত্যাশা করছিলাম। ব্যাটিং ও বোলিংয়ে মানিয়ে নিতে হবে। সকালে কাজ বাকি, এরপর বল হাতে পাব।’ এদিন কিউই ব্যাটিংয়ে একমাত্র সফল ছিলেন উইলিয়ামসন। অন্য কোনো ব্যাটার অর্ধশতক পেরোতে পারেননি। পরীক্ষিত টপ-মিডল অর্ডারের ব্যর্থতার মূলে পিচ। উইলিয়ামসন বলেছেন, ‘এটা এমন একটা পিচ, যেখানে ঠিক ছন্দটা খুঁজে পাওয়া কঠিন। আপনি ভালো কিছু বলও পাবেন। আমার মনে হয় প্রয়োগটা ভালো ছিল। আরও কয়েকটা রান করতে পারলে দারুণ হতো।’

এদিন তিনজন বিশেষজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ ও নাঈম হাসানের সঙ্গে মুমিনুল হককেও বোলিংয়ে দেখা যায়। গ্লেন ফিলিপসকে ফিরিয়ে উইলিয়ামসনের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি ভাঙেন অকেশনাল স্পিনার মুমিনুলই। ৮ উইকেটের মধ্যে পেসার শরিফুল ইসলাম তুলেছেন একটি। বাদবাকি উইকেট স্পিনারদের দখলে। স্বাগতিক স্পিনারদের প্রসঙ্গে উইলিয়ামসন বলেছেন, ‘তারা এমন কন্ডিশনের সঙ্গে খুবই পরিচিত। তারা খুবই নিখুঁত। সবারই ধরন আলাদা। অসাধারণ ছিল। অনেক হুমকি তৈরি করেছে। বিশ্বের এ প্রান্তে কীভাবে খেলতে হয়, সে ব্যাপারে অনেক শিক্ষা দিয়েছে।’

বাংলাদেশ থেকে পিছিয়ে কিউইরা। প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে সফরকারীদের রান ২৬৬। যদিও হাতে ২ উইকেট। দিন শেষে কিছু রানের আক্ষেপ উইলিয়ামসনের, ‘কঠিন একটি দিন ছিল। ব্যাটাররা নিজেদের মেলে ধরতে চেয়েছে। কয়েকটি জুটি গড়ার চেষ্টা করেছে। দুটি উইকেট বাকি আছে, আরও কয়েকটি রান করতে পারলে ভালো হবে, এরপর বোলিংয়ের সুযোগ পাব। পিচ ভাঙার ইঙ্গিত দিচ্ছে অনেক। আগামী কয়েক দিনে আরও ভাঙবে মনে হচ্ছে।’

ধীরে-ধরে চলা নিউজিল্যান্ড দিনের শেষ ইনিংসে তাল-লয় হারিয়ে ফেলে। স্পিনারদের ঘূর্ণিফাঁদে পড়ে এই ইনিংসে ৪টি উইকেট কাটা পড়ে। সেট হওয়া ফিলিপস সমুদ্র পাড়ির ইঙ্গিত দিয়েও পথ হারান পার্টটাইম স্পিনার মুমিনুলের বলে। এই সেশনটাই পুড়িয়েছে অভিজ্ঞ কিউইদের। শেষ সেশন নিয়ে সাংবাদিকদের থেকে প্রশ্ন আশাটা স্বাভাবিক। তবে উইলিয়ামসন মনে করেন, সব সেশনই গুরুত্বপূর্ণ। তার মতে, প্রতিটি রানের মূল্য আছে। প্রতিটি সেশন সমান গুরুত্বপূর্ণ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা