× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাকিব-তামিম না থাকায় খুশি কিউইরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩ ২১:৩৪ পিএম

অনুশীলনে মনোযোগী শ্রোতা উইলিয়ামসন— বিসিবি

অনুশীলনে মনোযোগী শ্রোতা উইলিয়ামসন— বিসিবি

তামিম ইকবাল আগেই জানিয়ে দিয়েছিলেন তাকে পাওয়া যাবে না। আঙুলের চোটে ভোগা সাকিব আল হাসানও নেই টেস্ট সিরিজে। চোট ছিটকে দিয়েছে তাসকিন আহমেদ এবং ইবাদত হোসেনকে। দলের সহঅধিনায়ক লিটন দাসও নিয়েছেন ছুটি। বাংলাদেশ দলে অভিজ্ঞ এই তারকাদের না থাকাতে কিছুটা হলেও খুশি নিউজিল্যান্ড? সিলেটে আতিথেয়তা পাওয়া কিউইদের হয়ে উত্তর জানিয়েছেন সফরকারীদের কোচ লুক রনকি।

কিউই বসের মতে, পাঁচ অভিজ্ঞকে ছাড়া ২৮ তারিখ সাদা পোশাকের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামা বাংলাদেশের জন্য হতাশার বটে! তারা নিজেরা সাকিব-তামিমদের মোকাবিলা করতে হবে না বলে যদিও খুশি। ‍গতকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে রনকি বলেছেন, ‘ওরা অভিজ্ঞ, বাংলাদেশের হয়ে অনেক ক্রিকেট খেলেছে। ওদের না থাকা দর্শকদের জন্য নিশ্চয়ই হতাশার। আমাদের জন্য অবশ্যই ভালো। ওরা থাকলে ওদের বিপক্ষে খেলার চ্যালেঞ্জটা নিতে হতো। সেটা নিতে হচ্ছে না।’

সাকিব-তামিমদের চ্যালেঞ্জ না নিলেও উপমহাদেশের স্পিনের পরীক্ষায় পড়বে নিউজিল্যান্ড। সেই বিষয়টিও মাথায় রেখেছেন কিউই বস। টাইগারদের দুই স্পিনার মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলামকেও রেখেছেন আলাদা পরিকল্পনায়, ‘এটি তাদের ঘরের মাঠ। কন্ডিশন খুব ভালো চেনে এবং দেশে খুব ভালো খেলে। এটি নিশ্চিত করতে হবে যেন তাদের ব্যাটসম্যানরা সহজে রান করতে না পারে এবং বোলারদের উইকেটের জন্য সংগ্রাম করতে হয়। দুই দলেরই স্পিন ও পেস বিভাগের মান বেশ ভালো। তো এসব দিক থেকেই চ্যালেঞ্জ আসবে। এমন আক্রমণের বিপক্ষে কেমন খেলে, সেটিই দেখার।’

উপমহাদেশের গরমের সঙ্গে মানিয়ে নেওয়াটাই বড় কারণ হয়ে দাঁড়ায় বাইরের দেশগুলোর। বিশেষ করে শীতপ্রধান দেশের মানুষ হওয়ায় কিউইরা বেশ ভোগে। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলে আসার পর বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে কি সেই লড়াইটি থাকবে? রনকির মতে, সমস্যা খুব একটা হবে না। ব্যাখ্যাও দিয়েছেন উইলিয়ামসন-সাউদিদের বস, ‘কন্ডিশন আমাদের সাহায্য করবে। যদি সরাসরি নিউজিল্যান্ডের সবুজ উইকেট থেকে এখানে খেলতে আসতাম, তাহলে পরিবর্তনটা অনেক বড় থাকত। তবে এখন দলের বেশিরভাগ ক্রিকেটার ভারতে বিশ্বকাপে বিভিন্ন ধরনের উইকেটে খেলেছে। যেগুলো মন্থর ও স্পিনসহায়ক ছিল। আশা করছি, এটি সহায়তা করবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা