প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩ ২০:১৫ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩ ২০:৩৯ পিএম
শ্রীলঙ্কা থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সরিয়ে নিয়েছে আইসিসি। ভারতের আহমেদাবাদে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বোর্ড মিটিংয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। শ্রীলঙ্কায় সব ধরনের ক্রিকেট খেলা চললেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না বলেও বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, আগামী বছরের ১৪ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এটির সূচি দেশটির ঘরোয়া টি-টোয়েন্টি লিগ এসএটোয়েন্টির (১০ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি) সঙ্গে সাংঘর্ষিক। কিন্তু ক্রিকেট দক্ষিণ আফ্রিকা থেকে বলা হয়েছে, একই সঙ্গে দুটি টুর্নামেন্ট আয়োজনে সমস্যা হবে না তাদের।
২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক দেশ ছিল দক্ষিণ আফ্রিকা। এ বছর মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও আয়োজন করেছে তারা।