প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩ ২০:০৮ পিএম
বিশ্বকাপের পরপরই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও ভারত। টানা খেলার ধকলের কারণে আসন্ন সিরিজটিতে খেলবেন না অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। দেশে ফিরে গেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সও। সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছেন জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক। বিশ্রামে থাকবেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও মিচেল মার্শও।
আগামী বৃহস্পতিবার শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া দলে বিশ্বকাপ খেলা সাত ক্রিকেটার রয়েছেন। যার নেতৃত্ব দেবেন ম্যাথু ওয়েড। বড় তারকাদের অনুপস্থিতিতে কপাল খুলেছে অলরাউন্ডার অ্যারন হার্ডির। এ বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার অভিষেক হয়েছে। ডাক পেয়েছেন কেন রিচার্ডসনও।
অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি স্কোয়াড : ম্যাথু ওয়েড (অধিনায়ক), ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, জশ ইংলিস, অ্যারন হার্ডি, জেসন বেহরেনডর্ফ, শন অ্যাবট, নাথান এলিস, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা ও তানভীর সাংঘা।