প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩ ২০:০৪ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩ ২২:৫৯ পিএম
বিশ্বকাপে হারের দগদগে ঘাঁ এখনও মুছে যায়নি। এরই মধ্যে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে ভারত। নিজেদের মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে স্কাই ব্লুরা। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) শুরু হবে সিরিজ।
মঙ্গলবার বিসিসিআই ঘোষিত স্কোয়াডে অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে। প্রতিযোগিতার প্রথম তিনটি ম্যাচে দলের সহঅধিনায়ক থাকবেন ঋতুরাজ গায়কোয়াড়। শেষ দুটি ম্যাচে সহঅধিনায়ক থাকবেন শ্রেয়াস আইয়ার। কোচের ভূমিকায় থাকবেন ভিভিএস লক্ষণ। বিশ্বকাপ পর্যন্ত রাহুল দ্রাবিড়ের চুক্তির মেয়াদ থাকায় লক্ষণকে দায়িত্ব দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
বিশ্বকাপ চলাকালেই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। বিশ্বকাপজয়ী দলটির বেশিরভাগ সদস্যই আছে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে। বিশ্রাম পেয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স। আসন্ন সিরিজে নেতৃত্ব সামলাবেন ম্যাথু ওয়েড।
ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড
সূর্যকুমার যাদব (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষান, যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, রিংকু সিং, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবম দুবে, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, আবেশ খান, মুকেশ কুমার।