প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩ ১৯:৫৮ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩ ২০:৩৩ পিএম
শক্তিমত্তা ও র্যাংকিংয়ে যোজন এগিয়ে ছিল লেবানন। সে ছাপও রাখে সফরকারীরা। ম্যাচজুড়েই মিতুল মার্মার পরীক্ষা নিয়েছেন। ম্যাচের প্রথম গোলটিও ছিল তাদের। ৬৭ মিনিটে মাজেদ ওসমানের গোলে এগিয়ে যায় লেবানন। তবে নিজেদের মাঠে বাংলাদেশও ছেড়ে কথা বলেনি। ৭২ মিনিটে শেখ মোরসালিনের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। তাতে ১-১ গোলের ড্রয়ে শেষ হয় বাংলাদেশ-লেবানন ম্যাচ।
কিংস অ্যারেনায় মঙ্গলবার (২১ নভেম্বর) বিশ্বকাপ বাছাইয়ের এশিয়া অঞ্চলের ‘আই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি দুই দল। ম্যাচটিতে একাদশে চার পরিবর্তন রেখে খেলা শুরু করে বাংলাদেশ। মোরসালিন, শাকিল, ইসা ও সোহেল রানা শুরুর একাদশে জায়গা করে নেন। তাদের উপস্থিতিতে বেশ কিছু গোলের সুযোগ আসে শুরুতে। তবে ফিনিশিংয়ের অভাবে কাজের কাজ কিছু হয়নি।
ম্যাচে ১০ মিনিটের সময় সুযোগ পায় বাংলাদেশ। মোরসালিনের ক্রসে ফাহিম জায়গামতো না পৌঁছাতে পারার কারণে সহজ সুযোগ হাতছাড়া হয়। ৪৫ মিনিটে বাংলাদেশের আরও একটি প্রচেষ্টা ব্যর্থ হয় স্বাগতিকদের। প্রথমার্ধ গোলশূন্য থাকে।
বিরতির পর গোলকিপার পজিশনে পরিবর্তন আসে বাংলাদেশের। মিতুলের পরিবর্তে নামেন মেহেদী হাসান শ্রাবণ। বিরতির পর ৫০ মিনিটে ভালো সুযোগটা পায় লেবানন। যদিও লেবানন খেলোয়াড়ের শট বাইরের জাল কাঁপায়। ৬৭ মিনিটে এগিয়ে যায় লেবানন। মাজেদ ওসমানের কোনাকুনি শটে বাংলাদেশের জালে জড়ায়। ৫ মিনিটের মধ্যে বাংলাদেশ সমতা আনে। ৭৩ মিনিটে শেখ মোরসালিন যিনি দূরপাল্লার শট করতে সিদ্ধহস্ত, তিনি তার সেরা অস্ত্র প্রয়োগ করেই বাংলাদেশকে খেলায় ফেরান। জাতীয় দলের জার্সিতে নয় ম্যাচের মধ্যে চারটি গোল করেছেন তিনি।