প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩ ১৭:০৯ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩ ১৮:১৮ পিএম
দুদলেরই শেষটায় ছিল তিক্ত হার। ব্রাজিল-আর্জেন্টিনার সামনে এবার জয়ে ফেরার চ্যালেঞ্জ। এমনিতে এই ম্যাচ নিয়ে উন্মাদনার কমতি নেই, তার ওপর দুদলের শেষ ম্যাচে হার চড়াচ্ছে বাড়তি রোমাঞ্চ। ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে মারাকানা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই জায়ান্ট। বুধবার রাত পোহালে ভোর সাড়ে ৬টায় ভিনিদের বিপক্ষে নামবে মেসিরা।
কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল আর্জেন্টিনা। একের পর এক জয়ে বৈশ্বিক শিরোপাও ঘরে তুলেছিল তারা। সেই জয়রথ থামিয়েছে উরুগুয়ে। নেইমারবিহীন ব্রাজিলকেও হারিয়ে দিয়েছে কলম্বিয়া। এবার ঘরের মাটিতে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ।
১৪ ম্যাচ পর হারের তেতো স্বাদ পেলেও লিওনেল মেসিরা ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষেই আছে। পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে উরুগুয়ে উঠে এসেছে দ্বিতীয় স্থানে। পাঁচ নম্বরে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।