প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩ ১১:১৫ এএম
বিরাট কোহলিকে এমনভাবে বদলা হয়তো দিতে চাননি বাবর আজম! সুযোগও হাতছাড়া করেননি। কিন্তু পাকিস্তানের সাবেক অধিনায়ক কেন এবং কীভাবে বদলা নিলেন? অন্য সবার মতো বাবরও ষষ্ঠ বিশ্বকাপ জয়ে অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানিয়েছেন। সেই অভিনন্দনবার্তাতেই ভিন্ন কিছুর গন্ধ খুঁজে পেয়েছেন পাকিস্তানের সমর্থকরা।
প্যাট কামিন্সদের অভিনন্দন জানিয়ে বাবর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘অভিনন্দন ক্রিকেট অস্ট্রেলিয়া। ফাইনালে কী দাপুটে পারফরম্যান্স!’
এই অভিনন্দনবার্তাতেই পাকিস্তানি ভক্তরা কোহলিকে দেওয়া মোক্ষম জবাব খুঁজে পেয়েছেন। কী সেই জবাব, সেটি জানতে ঘুরে আসতে হবে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল থেকে।
সেবার দুর্বার গতিতে এগোনো পাকিস্তানের কাছ থেকে শেষ মুহূর্তে শিরোপা নিজেদের করে নেয় ইংল্যান্ড। তখন কোহলি তার ইনস্টাগ্রাম স্টোরিতে ইংলিশদের শুভেচ্ছা জানিয়েছিলেন, ‘অভিনন্দন ইংল্যান্ড। তোমাদেরই প্রাপ্য।’ সঙ্গে একটি থাম্বস আপের ইমোজিও জুড়ে দেন। সেটির সঙ্গে বাবরের স্ট্যাটাসও মিলিয়ে নিচ্ছেন অনেক পাকিস্তানি। যাকে আক্ষরিক নাম দিয়েছেন ‘প্রতিশোধ’।