× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারণ খুঁজছে ভারতের গণমাধ্যম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩ ১১:০৭ এএম

আপডেট : ২১ নভেম্বর ২০২৩ ১৪:৫৪ পিএম

কারণ খুঁজছে ভারতের গণমাধ্যম

চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা খোয়ানোর পর ভারতীয় গণমাধ্যম দাবি করেছিল, হোটেলে বিদ্যুৎ না থাকায় জিততে পারেননি কোহলিরা। ২০১৭ সালের পর আরেকটি আইসিসি আয়োজনে ব্যর্থ হয়েছে ভারত। অস্ট্রেলিয়ার কাছে ঘরের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ হারানোর পর অবশ্য তেমন উদ্ভট কিছু দাবি করছে না ভারতের মিডিয়া। তবে তুলোধুনো করছে রোহিত শর্মাদের। তীরে এসে কী কারণে কোহলিদের তরী ডুবল, তার পোস্টমর্টেমও করছে মিডিয়া।

বল বদল, পিচ বদল, টস বিতর্ক— এবারের বিশ্বকাপে ভারতের সঙ্গে সমালোচনা সেঁটে ছিল। মোক্ষম জবাবটা বুঝি বিশ্বকাপ ঘরে রেখে দিয়েই দিতে পারত। কিন্তু হলো ভিন্ন। ফাইনালে এসে দেখল আসরের প্রথম হার, তাও ছয় উইকেটের। এমন হারের পেছনে বড় কারণ খুঁজে পেয়েছে পশ্চিমবঙ্গের গণমাধ্যম আনন্দবাজার।

পত্রিকাটির দাবি পাঁচ ক্রিকেটারের কারণেই ভারতের বেহাল দশা। অধিনায়ক রোহিত শর্মা কেন অশ্বিনকে খেলাননি সেই প্রশ্নও উঠেছে। তা ছাড়া যেভাবে রোহিত আউট হয়েছেন তার সমালোচনাও করেছে। কাঠগড়ায় তুলেছে লোকেশ রাহুল আর শ্রেয়াশ আইয়ারকে। রাহুল খেলেছেন ধীরগতির ইনিংস আর ফাইনালে অল্পেই আউট হয়েছেন আইয়ার। ঠিক একই সুরে কথা বলেছেন ভারতের আরেকটি বড় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। মাঝের ওভারে বাউন্ডারি বের করে না আনায় কড়া সমালোচনা করেছে ভারতীয় ব্যাটারদের।

এনডিটিভি তাদের প্রতিবেদনে খানিকটা দায় চাপিয়েছে অধিনায়ক রোহিতের ওপরে। ওয়ানডেতে টানা ব্যর্থতার পরও সূর্যকুমার যাদবকে কেন সমর্থন দেওয়া হচ্ছে, তা আরেকবার এসেছে আলোচনার টেবিলে। মোহাম্মদ সিরাজকে বাদ দিয়ে নতুন বলে মোহাম্মদ শামিকে আনার সমালোচনাও করেছে পত্রিকাটি।

টাইমস অব ইন্ডিয়া তাদের প্রতিবেদনে অজি ক্রিকেটারদের সাফল্য নিয়েই নিজেদের প্রতিবেদন প্রকাশ করেছে। ট্রাভিস হেডের দুর্দান্ত ইনিংসের স্তুতি গেয়েছে। পুরো লেখায় ভারতের গল্পটা যেন ম্লান হয়ে ছিল। শুধু বিরাট কোহলি আর রাহুলের ধীরগতির মাঝের ওভার নিয়ে আলোচনায় ছিল ভারতের অন্যতম শীর্ষ পত্রিকাটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা