প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩ ২১:৪৯ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩ ২২:২২ পিএম
বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) ব্যাপক রদবদল হয়। মিকি আর্থারকে সরিয়ে টিম ডিরেক্টরের দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদ হাফিজকে। এবার জানা গেল আসন্ন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে ৪৩ বর্ষী হাফিজই থাকবেন পাকিস্তানের প্রধান কোচের ভূমিকায়। বিশ্বকাপে পাকিস্তানের প্রধান কোচ ছিলেন গ্রান্ট ব্র্যাডবার্ন।
ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, পিসিবি সিদ্ধান্ত নিয়েছে ভবিষ্যতে দলের পরিচালক ও প্রধান কোচের দায়িত্ব একজনকেই দেওয়া হবে। সে সিদ্ধান্তের অংশবিশেষ হাফিজকে কোচ করা হয়েছে। ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে বেশ সমালোচনা হয়। কারণ সাবেক এই অলরাউন্ডারের এর আগে কোচিংয়ের কোনো অভিজ্ঞতাই নেই।
নতুন টেস্ট অধিনায়ক শান মাসুদকে নিয়েও আলোচনা-সমালোচনা হচ্ছে। কারণ দীর্ঘ পরিসরের ক্রিকেটে খুব একটা অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তাকে দায়িত্ব দিয়েছে পিসিবি।