প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩ ১২:২১ পিএম
চোটে পড়ায় থাকছেন না মাহমুদউল্লাহ রিয়াদ। তামিম ইকবাল এবং সাকিব আল হাসানও নেই। নিউজিল্যান্ড সিরিজ থেকে এবার ছুটি চেয়ে বসেছেন লিটন দাস। সাকিবের অনুপস্থিতিতে অধিনায়ক হওয়ার তালিকায় যিনি সবার চেয়ে এগিয়ে, তাকেও হয়তো টেস্ট সিরিজে পাচ্ছে না বাংলাদেশ।
লিটন অবশ্য পুরো সিরিজে নয়, দুই টেস্টের প্রথমটি থেকে ছুটি চেয়েছেন। বিশ্বকাপের মাঝেও দুই দফায় দেশে ফিরেছিলেন লিটন।
জানা গেছে, লিটনের স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। তাদের পাশে থাকতেই হয়ত ছুটি চেয়েছেন লিটন।
ছুটি চাওয়ার বিষয়ে বিসিবি সূত্র জানিয়েছে, লিটনকে ছুটি দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বোর্ড। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন যদি ছুটি দেন, তবেই লিটন নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট থেকে ছুটি পাবেন।
তবে লিটন যদি খেলেন তবে তিনিই সিরিজে টাইগারদের নেতৃত্ব দেবেন। যদিও এখনও দল দেয়নি বোর্ড।