× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রোটিয়াদের হৃদয় ভেঙে ফাইনালে অস্ট্রেলিয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ২২:৪০ পিএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩ ২২:৪৭ পিএম

প্রোটিয়াদের হৃদয় ভেঙে ফাইনালে অস্ট্রেলিয়া

এবারও ফাইনালে উঠতে পারল না দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালে ফের তারা আটকে গেল অস্ট্রেলিয়ার কাছে। দারুণ জয়ে ফাইনালে নাম লিখল অজিরা। ১৯ নভেম্বর আহমেদাবাদে শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ ভারত।

৪৭.২ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৫ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় প্যাট কামিন্সরা। অজিদের জয়ে চোকার্স বদনামটা ঘুচাতে পারল না প্রোটিয়ারা। ফিফটি হাঁকান ট্রাভিস হেড (৬২)। তার সঙ্গে স্টিভেন স্মিথ ৩০, ডেভিড ওয়ার্নার ২৯ ও ২৮ রান এনে দেন জশ ইংলিস।

দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি করে উইকেট নেন জেরাল্ড কোয়েটজি ও তাবরাইজ শামসি। তাদের সঙ্গে একটি করে উইকেট নেন ক্যাগিসো রাবাদা, এইডেন মার্করাম ও কেশব মহারাজ।

দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ে পুরো বিশ্বকাপে ছিল দুর্দান্ত। কিন্তু সেই দল কিনা সেমিফাইনালে এসে খেই হারিয়ে ফেলল। লিখল ব্যর্থতার গল্প। চারশর অধিক স্কোর যাদের কাছে মামুলি ব্যাপার, সেই দল কিনা কলকাতার ইডেন গার্ডেনে অস্ট্রেলিয়ার কাছে ৪৯.৪ ওভারে ধসে গেল মাত্র ২১২ রানে। 

এটাও হতো না। যদি না দাঁড়িয়ে যেতেন ডেভিড মিলার। তার সেঞ্চুরির ওপর ভর করেই সম্মানজনক স্কোর পেয়েছে টেম্বা বাভুমার দল। মিলার একা ব্যাট হাতে বুক চিতিয়ে লড়াই করে খেলেন ১০১ রানের দারুণ এক ইনিংস। তার ১১৬ বলের দুর্দান্ত ইনিংসে ছিল ৮ বাউন্ডারি ও ৫ ছক্কা।

তিন রানের জন্য ফিফটির দেখা পাননি হেনরিখ ক্লাসেন। ৪৭ রানে ফিরে গেছেন এ তারকা ব্যাটার। দুজনের বাইরে দুই অঙ্ক ছুঁয়েছেন জেরাল্ড কোয়েটজি (১৯), এইডেন মার্করাম (১০) ও ক্যাগিসো রাবাদা (১০)। বাকি ব্যাটাররা আছেন সিঙ্গেল ডিজিট নিয়ে।

অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট শিকার করেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। দুটি করে উইকেট নেন জশ হ্যাজল উড ও ট্রাভিস হেড।

তার আগে কলকাতার ইডেন গার্ডেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টসভাগ্য সহায় হয় দক্ষিণ আফ্রিকার। টস জিতে ব্যাটিং বেছে নেন প্রোটিয়া ক্যাপ্টেন টেম্বা বাভুমা। প্রতিপক্ষ অজিদের পাঠান ফিল্ডিংয়ে। তাতেই কপাল পুড়ে পোটিয়াদের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা