প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ২০:৩০ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩ ২০:৫০ পিএম
নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ভারত। স্কাই ব্লুদের দাপুটে পারফরম্যান্সে চলছে বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার ও মোহাম্মদ শামিদের বন্দনা। তবে এ জয়রথের নেপথ্যের নায়ক হিসেবে অধিনায়ক রোহিত শর্মাকে বেছে নিলেন সাবেক ইংলিশ ক্রিকেটার নাসের হুসেইন। তার মতে, ভারতের রিয়াল হিরো রোহিত।
২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে বাজেভাবে হারে ভারত। সেই ম্যাচের পর সুদিন ফেরানোর ওয়াদা করেন রোহিত। পরিকল্পনা বাস্তবায়নও করেন। নাসের হুসেইন বলেন, “অ্যাডিলেডে (২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ) সেমিফাইনালে আমরা সবাই ছিলাম। ভারত খুবই বাজেভাবে হারে। আমাদের সঙ্গে ডিকের (দিনেশ কার্তিক) কথা হয়েছিল। রোহিত তাকে বলেছিল ‘অবস্থার উন্নতি করতেই হবে’। শুধু পরিকল্পনা করা একটি বিষয়। অন্য বিষয়টি হলো, পরিকল্পনা কাজে লাগানো...।”
৫৫০ রান নিয়ে চলতি বিশ্বকাপের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত। সেমিতে চারটি করে চার-ছক্কায় ৪৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। নাসের হুসেইন বলেন, ‘আমি মনে করি আজকের দিনেও (সেমিতে) রিয়াল হিরো রোহিত। এই অধিনায়ক সবাইকে দেখিয়ে দিচ্ছে, সতীর্থদের উজ্জীবিত করছে যে, কীভাবে ভয়ডরহীন ক্রিকেট খেলা যায়।’